গত ০২/০৭/২০১৫ ইং তারিখে একটা পোস্ট করেছিলাম। পোস্টের শিরনাম ছিল ‘?’
পোস্টের বিষয় বস্তুও ছিল তাই ? প্রস্ন বোধক চিহ্ন।
সেদিন সকাল থেকেই আমার মনটা খারাপ যাচ্ছিল। কেন খারাপ লাগছে বুঝতে পারছিলাম না। শুধু এইটুকু মনে হচ্ছে আমার কোথায় যেন খারাপ লাগছে।
কেন, কোথায়, কি এসব প্রশ্ন মনের মধ্যে উঁকি দিতে লাগল।
তাই একটা পোস্ট করে দিলাম। ?
আমার ধারণাতীত সুন্দর সুন্দর মন্তব্য আসতে লাগল। মন্তব্যকারিদের অভিনন্দন জানায়।
এরই মাঝে প্রশ্নের মাথায় আবিষ্কৃত হল আমার কাছে অজানা এক তথ্য। ( আপনাদের হয়ত জানা আছে) গুগল সার্চ দিলাম। পেয়ে গেলাম।
১৮৬২ সালে ফরাসি ঔপন্যাসিক ভিক্টর হুগো এই চিঠিটা পাঠিয়েছিলেন তার প্রকাশককে। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন তার বই ‘লা মিজারেবলস’ কেমন বিক্রি হচ্ছে। সেটা জানার জন্য তিনি চিঠিতে শুধু লিখেছিলেন, ‘?’
তার প্রকাশকও কম যান না। তিনি উত্তর পাঠিয়েছিলেন শুধু ‘!’। এর অর্থ ছিলো বইটা অনেক বিক্রি হচ্ছে। চমৎকার।
সবচেয়ে মজার কথা হলো, যে বইয়ের ব্যাপারে জানতে ভিক্টর হুগো পৃথিবীর সবচেয়ে ছোট চিঠিটি লিখেছিলেন, সেই বইটা কিন্তু মোটেই ছোট ছিলো না। সেটা ছিলো ১২০০-এরও বেশি পৃষ্ঠার দীর্ঘ একটা বই।
তাই আমিও দাবি করতে পারি, সামুতে আমার পোস্টটিও ছিল খুদ্রতম পোস্ট।
মজার কথা হলো, যে খুদ্রতম পোস্ট হলেও মন্তব্যের দিক ছিল ভারি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭