প্রথমে অজু করে আসেন ।
তারপর টুপি/উড়না পরে সুন্দর করে কুরআন নিয়ে বসেন। “বিসমিল্লাহ” বলে শুরু করেন ।
ইয়া মালিক কিভাবে এই ৬১১ পৃষ্ঠা শেষ করবেন।
নো প্রবলেম । আমি টিপস দিচ্ছি । দাঁড়ান !
না , উঠে দাড়াতে হবে না !
আমরা ৬১১ পৃষ্ঠার যে হিসাব দিলাম এটা প্রায় সব কুরানের copyএর same নাও হতে পারে বাকি ৬০০ এর কম হবে না একটাও । তাই স্ট্যান্ডার্ড হিসাবে ৬০০ পৃষ্ঠা নিলাম ।
এখন দেখেন এই ৬০০ পৃষ্ঠা আমার শেষ করতে ভয় লাগছে বাট যদি কিছু টিপস অবলম্বন করি তাইলে এটা অনেক সহজ । এই ৬০০ পৃষ্ঠাকে আমরা ৩০ দিয়ে ভাগ করি । কারন ৩০ দিনে রমজান মাস। তাইলে প্রতিদিনে কত আসে?
মাত্র ২০ পৃষ্ঠা তাই না !
এখন দেখেন এই ২০ পৃষ্ঠাটাও আমার জন্য কঠিন । এখন ভাগ করেন ৫ দিয়ে ।
৫ দিয়ে কেন ভাগ দিবো ? কারন রমজান মাসে সবাই মুটামুটি ৫ ওয়াক্তি নামাজ পড়ে । এই নামাজের ওয়াক্ত অনুযায়ী ৫ দিয়ে ভাগ দিলাম ।
উত্তর কি আসে ? ৪ তাই না !
এর মানে আপনি যদি প্রতি নামাজের আগে বা পরে ৪ পৃষ্ঠা করে পড়েন তাইলে আপনার এক মাসে একবার কুরআন খতম করতে তেমন বেগ পোহাইতে হবে না । হিসাবটা দেখেন ৩০*৫*৪=৬০০ পৃষ্ঠা ।