একুশকে ঘীরে হয়েছে কত গল্প রচনা,হয়েছে কত কবিতা,
হয়েছে সুরের ছঁন্দে কত গান !
একুশের প্রতিটা শব্দে গেঁথে আছে যেন,
ভাষা সৈনিকদের জাগ্রত বিপ্লবী প্রাণ ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো, ধরে যখন দেয় টাণ,
মনে হয় বুকের পাজর ভেদ করে বেরিয়ে আছে প্রাণ !
হায়রে আমার একুশের গল্প,
হায়রে আমার একুশের কবিতা,
হায়রে আমার একুশের ছড়া,
হায়রে আমার একুশের গান ।
আমার একুশকে তোমরা আর হত্যা করো না,
একুশ তারিখে বাজিয়ে,হিন্দি,ইংলিশ গান !
আর অপমান করো না,আমার ভাষা শহিদদের,
ভাষা দিবসে,ইংলিশ নেচে গেয়ে,বেসুরায় দিয়ে টাণ ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৪