এক লবাণক্ত হাহাকার মনে,
নেই কোনো স্বপ্ন,,
নেই কোনো আশা,,,
আছে যন্ত্রণা,,,,নেই সুখ অভিশপ্ত জীবনে ।
কি করে পারলে তুমি,
আমার নিস্পাপ মনটাকে ভাঙতে !
কি করে পারলে তুমি আমায় ঠকাতে ?
আমি বড় খুশি থাকতাম !
যদি তুমি আমায় ঠকিয়ে,
নিজে সুখে থাকতে ।
এখন কেন কাঁদো ?
কেঁদে আর কি হবে বলো ?
যা হবার তা হয়ে গেছে,
কেঁদে আর লাভ হবে না, তাই কেঁঁদ না মিছে মিছে ।
এখন কেন এত ফোন করো ?
এখন কেন এত ভাবো আমায় নিয়ে ?
এই ভাবনা এই মায়া ভরা কান্না,
আগে কোথায় ছিল ?
যা হঠাৎ তোমার মাঝে দেখা দিল !
আমি চাই তুমি সুখে থাকো,
তুমি সুখি হও !
তুমি চেয়েছিলে তাই তোমার হয়েছে দ্বিতীয় বিবাহ ।
একটা কথা মনে রেখ !
প্রথম,প্রথমই
যতই তোমায় দিবে টাকা কড়ি আর গয়না!
দ্বিতীয় কখনো প্রথম হয়না ।
তুমি চলে গেছ বলে আমার কোনো অভিযোগ নেই !
নেই মনে কোনো কষ্ট !
তোমায় যখন ভালোবেসেছি,
তখন মনে রেখো তোমার সুখেই আমার সুখ ।
তোমার ভালই আমার ভালো,
আমি চাই তোমার জীবন ভরে থাকুক সুখের আলো ।
হয়ত মাঝে মাঝে আমায় মনে পড়বে !
তবুও ভুলে যেও, আর সেটা পারলে তোমার জন্য ভালো,
ভুলো তুমি আমায় এই ভেবে,
তুমি অনেক সুন্দর,আর তোমার তুলনায় আমি অনেক কালো ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩