হলুদ রঙের মাঝে সবুজ লতা বেয়ে চলা জামা পড়া মেয়েটি,পাশের বাড়ির ছাদে দাড়িয়ে আছে,রেলিং এর ধরনায় হাত দিয়ে ।
কোকড়ানো চুল এলোমেলো কোমরের দগায় ! শরীর,জামা,আর চুল,চেহারায় মানিয়েছে বেশ । দেখেই বোঝা যাচ্ছে এই নারী,
করবে পাগল যে কোনো পুরুষ,যেন তার রূপের বাহারে গড়ে উঠবে এক নতুন প্রেমময় দেশ ।আলতো কয়েকটা শিশিরের কণা
লেগে আছে যেন মেয়েটির ঠোটে।একবার ছাদের এ পাশ,আরেকবার ছাদের ও পাশ। তার পায়েচারীও বেশ উপভোগিও ।যেন
ছাদের সাথে ভাব জমিয়ে পায়ের প্রতিটা কদম ফেলা হচ্ছে । তার পায়ের নরম কোমল স্পর্শে সিমেন্ট,বালু আর পাথর মিশ্রিত
ধালাই করা ছাদও কোনো কষ্ট না পেয়ে,যেন তার প্রতি বরং প্রেম নিবেদন করছে । আজ ভোরে ছাদে উঠে আমার রাত জাগা
ক্লান্ত আখি দুটির ক্লান্ত দুর হলো। কিন্ত মনের গভীরে পাবার আগেই হারাবার এক নতুন ভাবনা যোগ হলো,যেন বিরহে ধাধা
গড়াগড়ি খেল,মনের ভিতর দিয়ে কিছু একটা বয়ে চলছে । এইতো জীবন এইতো মন ! একি হঠাৎ এই সকাল সকাল মেয়েটি
ফোনে কার সাথে কথা বলছে ? মোবাই ফোন তুলে কানের কাছে নিয়ে ওপ্রান্ত থেকে কি যেন শুনে শুধু হাসতে থাকে,যেন দিগন্তের
অবলীলা খেলতে থাকে তার গালের হাসির বাকে বাকে। মন চায় তাকে ডাক দিই, কি নাম ধরে ডাক দিবো ? তার যে কোনো নাম
আমার জানা নাই । ভাবছি আমি না হয় একটা নাম তাকে দেই,মনে প্রশ্ন জাগে, সে কি আমার দেয়া নাম গ্রহন করবে ? একি,হঠাৎ
আবার কি হলো তোমার লক্ষী ? এইতো বেশ হাসি খুশি ছিলে ! কি যেন বললো মোবাইলের অপর প্রান্ত থেকে,আর সে কথা শুনে,
মেয়েটি মুখ গম্ভির করে ছাদ থেকে নাই হয়ে গেল ।তার নাম আর দেয়া হলো না,যেন এতক্ষন স্বপ্ন দেখলাম । তবে মনে ভেবে
রেখেছি আবার কখনো তার সাথে দেখা হলে বলবো তাকে তোমার নাম দিলাম হোলদে ফড়িং ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২