২০১৬ সালের তথ্য অনুসারে বা গবেষকদের মতে ডক্তারদের হাতের লেখা খারাপের জন্য প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে ।
শুধু মাত্র হাতের লেখার কারণেই হাজার হাজার মানুষের ঘটছে মৃত্যু ।যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিন আইওএম,তাদের চালানো এক গবেষণার প্রতিবেদন থেকে জানা যায়,যে প্রতি বছর সারা বিশ্বে অন্তত ৭ থেকে ৮ হাজারেরও বেশি রোগী মারা যায় কেবল মাত্র প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা না বুঝার কারণে।
সেই গবেষণা প্রতিবেদনে তারা বলেছেন যে, প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার পরিণাম এত মারাত্মক হতে পারে তা বোঝা যায়নি। ডাক্তাররা রোগীদের প্রতি যে সকল নির্দেশ দেন,সেগুলো রোগী বা তাদের স্বজনেরা বুঝতে ভুল করেন। যেই সকল ঔষুধ দিনে দুইবার খাওয়ার কথা ভুলে তা সপ্তাহে দুইবার খেয়ে বসেন বা সকালের ওষুধটি খান রাতে আর তার ফলেই ঘটে বিপদ।সেই গবেষণা অনুযায়ী প্রতি বছর শুধু যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ থেকে ১৬ লাখ রোগী অসুস্থ হন প্রেসক্রিপশন ঘটিত বিভ্রান্তির কারণে। আর সারা বিশ্বে ৭ থেকে ৮ হাজার মানুষ মারা যান প্রেসক্রিপশন বুঝতে না পেরে।আইওএম এর বক্তব্য মতে ডাক্তাররা এমন ভাবে লেখেন যে অনেক সময় তাদের ওষুধের দোকানের কর্মীরাও সেই লেখা বুঝতে পারেন না ।এমনও দেখা যায় যে অনেক সময়ে প্রেসক্রিপশনের লেখা বুঝতে ভুল করার কারনে, ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছেন সেলেক্স আর ওষুধের দোকানদার তাকে সেলেব্রেক্সা মনে করে রোগীকে ওষুধ দিয়ে দেন আর তার ফলে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়েন রোগী।
আমার দের দেশেও এরকম অবস্থা থেকে মনে হয় পিছিয়ে নয়,তাই আমাদের দেশের ডাক্তারদের উচিৎ হাতে না লিখে প্রেসক্রিপশন
কম্পিউটার বা ইলেক্ট্রনিক কোনো মেশিং এর সাহায্যে লেখা । তাহলে হয়ত রোগীদের ভুল হওয়ার সম্ভবনা কমবে বা রোগীর জন্য
বিষয়টা অনেক সহজ হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪