মোরা সকলেই রাজা,
তবে কে যে প্রজা ?
দেশ দেশান্তর,
পথে আর প্রান্তর !
ভোগের বিলাসিটা,
লোভ লালসায় ভরা মোদের সোনার যৌবন!
কত খুজলাম পেলাম না তবু সাট রাজার ধন ।
হাতেখড়ি করিয়ে নিচ্ছি শিখিয়ে,
কি করে করতে হয় দেশ নির্যাতন,
কিছুটা থাকলেও আয়ত্বে,
পরে ভুলে যায় সব কিছু মোর ভালো মন ।
হয়না ফয়দা দিয়া কাওকে চোরামন,
পারেনা সে লুটতে পরের ধন !
মাঠে বলদ আছে,নাইরে হাল,
চলছে যেন এ এক নগ্ন মহাকাল ।
হ্যাপী নিউইয়ার ।শুভনববর্ষ ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:০৩