হে আমার যমের অদৃশ্য মালিক,
তোমার কাছে জানাই বিচার !
সব কিছুর ঘটাও অবসান,
আর কত সইবো মোরা নষ্টদের আনাচার ?
আমাদের তুমি করো একটু করুনা,
করো একটু দয়া !
হ্যা আমরা হয়ত করেছি অনেক পাপ,
তবে সবই যে না জেনে করেছি মন্দ,
তুমি দয়াময় খুলেদেও সে অন্তরখানা,
যা আছে মন্দের তালায় বন্ধ ।
পাপ ও ভুলের বোজা,
আমাদের এতটাই করেছে লাজুক !
যে লজ্জায় তোমার কাছে চাইতেও পারিনা মাপ,
তাই ভারি হচ্ছে আর অন্তরে লেপে যাচ্ছে পাপের ছাপ ।
তবুও সকল লজ্জার শিকল ছিড়ে,
তুলেছি হাত আজ তোমার আলোর দরবারে,
তুমি দিওনা মোদের ফিরিয়ে,
একটু আলোর পথ দেখাও !
আমাদের সব ভুলগুলো ক্ষমা করে,
পাপের বদলে পূর্ণের খাতায় তুলে নেও ।
ছবি গুগুল ।
কবিতা : মনের নেশা আর নির্ঘুম রাত্রী যাপন ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৯ রাত ১:৩৭