বিবেকের বাঁধন গেছে ছিড়ে,
লক্ষ বিবেকের বাঁধন ভিড়ে ।
গা থেকে ঝড়ছে রক্ত,
সবাই যেন হয়ে যাচ্ছে অসতের ভক্ত ।
খাচ্ছে কাকের মাংস কাক,
আরো খাচ্ছে মানুষ মানুষের,
শুনেও যেন শুনছেনা কেও দয়ালের ডাক !
চলছে অফুরন্ত প্রেম,
নেতাদের পুলিশের সাথে,
যেন বন্দি হচ্ছে বিবেক ক্ষমতার হাতে !
পড়ছে হাতকড়া যে নয় অপরাধী তারই হাতে !
আসল অপরাধীরা চলছে রাজার হালে,
নকলেরা দৌঁড়ে বেরাচ্ছে গাছে আর ডালে ।
গেলে থানায় করতে মামলা,
সেখানেও ভাই নানান ঘাপলা,
সবই পেকে যায় ঝটলা,
আহ! কত কষ্ট কত ঝামেলা ।
টাকা খেয়ে মামলা নিয়ে পুলিশ,
সেই মামলা ছেড়ে দেন চূনাপুটির কাছে,
কার বাবার কি আছে ,
সবই চলে যে ক্ষমতার টাসে ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৯ রাত ১২:০৫