আমরা সকলেই চাই প্রিয় সামুর পথ চলা আরো দীর্ঘ আয়ুর হোক,আর খোদাতাআলা
আমাদের সকল ব্লগারের মনের এই সৎ ভাবনাটা যেন অটল রাখেন সেই প্রাথনাই করি।
বেশ কিছু দিন থেকেই ভাবছি সামুকে নিয়ে আমার মনের ভাবনাগুলো সহ ব্লগারদের সাথে
শেয়ার করবো,কিন্ত সময় আর অলসটা এই দুই মিলে পোস্ট লিখে শেষ করতে দেরি হয়ে
যায়।পোস্টের মূল প্রসঙ্গ
সামুর ব্লগ পেজে আরো নতুন কিছু ট্যাব যোগ করা প্রয়োজন ।
যেমনঃ
১। প্রথম পাতায় সুযোগ না পাওয়া নতুন ব্লগারদের জন্য আলেদা একটা পেজ।
২। যাদের জেনারেল করে রাখা হয়েছে তাদের জন্য আলাদা একটা ট্যাব।
৩। সময় সাময়ীক ভাবে কথাকোপনের জন্য ম্যাসেজ সিষ্টেমে অ্যাডমিনদের সাথে সময় সাময়িক ব্লগের ভালো মন্দ বিষয়ে আলাপ আলোচনার বা চ্যাটিং পেইজ করতে হবে ।
৪। যাদের পোস্ট ব্যান করা হবে তাদের অন্তত কমেন্ট করার মত সুযোগ সুবিধা রাখতে হবে,
আর যাদের কমেন্ট ব্যান করা হবে তাদের অন্তত পোস্ট দেয়ার সুযোগ দিতে হবে ।
৫।যত বড় প্রোফেসনালি লেখককই হোক না কেন একজন লেখকের একটি পোস্ট পাঁচ ঘন্টার বেশি
তা আলোচনার পাতায় রাখা যাবে না ।
৬। ইতিহাস বিষয় আলেদা একটা ট্যাব খুলতে হবে ।
৭। খেলাধূলা প্রসঙ্গে আলেদা একটা ট্যাব খুলতে হবে ।
৮।ফিউচার পোস্টের জন্য আলেদা ট্যাব খুলতে।
৯। রম্য বিষয় আলেদা ট্যাব খুলতে হবে।
১০। চিকিৎসা,বিষয়ক পোস্টের জন্য আলেদা ট্যাব।
১১। হেল্প বিষয় পোস্টের জন্য একটা ট্যাব।
১২। সনেট বিষয় আলেদা ট্যাব খুলতে হবে।
১৩। প্যারডী কবিতা বিষয় একটা ট্যাব খুলতে হবে।
১৪। প্রবন্ধ বিষয়ে একটি ট্যাব খুলতে হবে।
এবার মডারেটশন বিষয় কিছু কথাঃ
১। ব্লগের নিয়ম কানুন আইন শৃঙ্খলা রক্ষার্তে আরো কয়েকজন মডারেটরের ব্যবস্থা করতে হবে।
এখানে একটা কথা বলে রাখা ভালো সবাইকে যে বেতন ভুক্ত ভাবে মডারেট রাখতে হবে তেমন কোনো
কথা নাই ।ব্লগে প্রচুর সময় দেন বা ব্যয় করেন খবর নিলে এরকম অনেক দায়িত্ববান ভালো ব্লগার
পাওয়া যাবে।তাদের মধ্যে বাছাই করে এবং ভাগাভাগি করে কিছু কিছু দায়িত্ব দিলে তাদের আশা করি তারা খুব আগ্রহের সাথে তা পালন করবেন।
বিষয় ভাগাভাগি দায়িত্বঃ
রাজনীতি বিষয়ঃ একজন মডারেট। হতে পারেন, চাঁদগাজী স্যার ।
ক্যাচাল বিষয়ঃ একজন মডারেট। হতে পারেন কেও একজন।
কবিতা বিষয়ঃ একজন মডারেট হতে পারেন কেউ একজন।
গল্প বিষয়ঃ একজন মডারেট। হতে পারেন হাসান মাহাবুব বা হামা,ভাই।
ইতিহাস বিষয় কাকে দেয়া যায় সেটা আলোচনা বা ব্লগারদের মতামত অনুযায়ী ।
এবং রম্য বিষয় যদি হাতে বেশি সময় তবে গিয়াস উদ্দিন লিটন ভাইকে দেয়া যেতে পারে।
ফিউচার বিষয় আমার বিবেচনায় বর্তমান নবাগত ব্লগার কাওসার ভাইকে দেয়া যেতে পারে।
আলোচনা পাতার জন্য আলেদা মডারেট ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
মোট দশজন মডারেট থাকবে আর এই দশজন মিলে দশটি বিষয় এবং পুরো ব্লগ কন্ট্রল করবেন।আর
তাদের একেক জনের জন্য একেক বিষয় কন্ট্রল করার মত সুযোগ খোলা রাখলেই চলবে। আর
এই দশজন কন্ট্রলারকে কন্ট্রল করবেন মডারেটর কাল্পনিক_ভালোবাসা একা।
এতে করে খরচ কিছুটা বাড়বে আর সেই খরচের কিছু অংশ বিভিন্ন অ্যাড থেকে এবং কিছু
ব্লগারদের অনুদান থেকে তোলা যেতে পারে।
প্রিয় সামুর অ্যাডমিন ভাই এবং বোন সকলের উদ্ধেশে একটা কথা বলি মানুষ মানেই ভুলের কারখানা তাই বলে বুদ্ধিমান মানুষ নাই এমন ভাবনাও ভাবা যাবে না। যার যতটুকো দোষ বা যার যে পরিমান অন্যায় তাকে ততটুকো সাজা দিলেই ঠিক কাজ হবে বলে মনে
হয়। যদি বছরের পর বছর ব্লগারদেরকে ওয়াচ বা জেনারেল করে রাখেন তাহলে একটা সময় অনেক ব্লগার ভাই বোনদেরি বাংলা ব্লগের
ওপর থেকে বিশ্বাস এবং মায়া মমতা ওঠে যাবে ।আর তখন ব্লগাররা ব্লগ সম্পর্কে বিপরীত কিছু ভাবতে শুরু করবে। তাই সব দিক দিয়ে
বিচার বিবেচনার মাধ্যমে কাজ করলে ব্লগের ছোট খাটো অনেক ঝামেলা এড়ানো যায় এবং ব্লগ পরিবেশও সুন্দর থাকে।
এগুলো হল আমার ভাবনা,অন্যদের কাছে আরো আইডিয়া থাকলে বলবেন শেয়ার করে দিবো।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৫