আমরা অনেক সময় ভুলে কম্পিউটার থেকে অনেক জরুরি তথ্য শিফট
চেপে ডিলিট করে দেই।পরবর্তীতে আমরা ওই কাজ আর ফেরত পাইনা,ফলে পুনরায় করতে হয়।এ এক বিরাট ঝামেলা।মাঝে মাঝে মনে
হয়,যদি ডিলিট করা তথ্য আবার ফেরত আনা যেত!!! আমি এক সময় এ নিয়ে অনেক হা-পিত্যেশ করতাম।এখন আমি নিজেই এই
সমস্যার সমাধান করেছি।
এর জন্য আমি ব্যবহার করেছি মাত্র নয় মেগাবাইটের একটি সফটওয়ার।নাম PC Tools File Recovery।
আপনাদের আমি এই সফটওয়ারটি দিচ্ছি একদম বিনামূল্যে।আপনাদের কিছু সুন্দর কমেন্ট ই আমার জন্য খুশির ব্যপার।
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুনঃ
http://adf.ly/1VKNj
then press skip add
এর সাথে আমি এর ক্র্যাক ফাইলটি সংযুক্ত করেছি।তাই লাইসেন্সের ঝামেলা নেই।
ব্যবহার করুন!!!
কেমন কাজ দিল মন্তব্যে জানাবেন।