ইন্ডিয়ার ভিসা ফেস করা এক বিরক্তিকর ব্যাপার... টুরি্স্ট ভিসার জন্যও নিজেই গিয়ে হাজিরা দাও। তাই সাফ কথা জানিয়ে দিলাম যাবো না। আমার সিনিয়র কলিগ আমার বন্ধুই.. তো জোর করে ধরলো যেতেই হবে। শুধু তাই নয় সব কলিগের অনলাইন ফর্ম ও পূরনের দা্য়িত্ব দিয়ে দিলো অবলিলায়। কি আর করা... ভিসার দিন তারাহড়া করে ভিসা অফিসে গিয়ে দেখি মা্ত্র ১০ মিনিট আছে জমা দেওয়ার কিন্তু করোরই NOC আনা হয়নি।বহু অনুরোধ করে ৩০ মিনিট সময় নিয়ে ব্যবস্থা করতে হলো।
রাজ্যের নাম মেঘালয়, ঢুকতে হবে সিলেটের তামাবিল দিয়ে। তাই একদিন আগেই রওনা দিলাম।হরতাল মাত্র ভান্গছে আর রাতের ট্রেনের টিকেট তাও আবার অনলাইনে কাটা। যেতে হবে নিদেন পক্ষে আধা ঘন্টা আগে। ইমু আগেই সব ব্যগ গুছিয়ে রেখেছিলো। কিন্তু বের হতে হতে যথারীতি দেরি। ওদিকে আমার ভাইগ্না ভাইগ্নী ভাইস্তা আর প্রিয় পুত্র সবাই কোরাস যোগ করে দিলো আমার সাথে যাবে। অনেক বুঝটুঝ দিয়ে সবগুলোরে ঠান্ডা করে যেই না বের হইছি কিন্তু কোনো টেক্সি পাই না। অবশেষে না পারতে ব্যাটারী রিক্সাই শেষ ভরষা....।
যখন পৌছআলাম আমার কলিগরা উদিগ্ন মুখে আমারে খুজতাছে। সারা রাত লোহালক্কড়ের আওয়াজ শুনতে চললাম উদয়ন এক্সপ্রেসে...ট্রেনের যা বাহার।
সকালে পৌছে যে হোটেলে উঠলাম বেশ ছিমছাম। তবে পানির বদলে ট্যাংএর শরবত বাথরুমের পানি। বুঝলাম এ দিয়ে গোছল দিলে খবর আছে।
তো কোনরকমে গোছল সাইরে দিলাম একটা ঘুম। জুম্মার দিন আগে থেকেই ইচ্ছা ছিলো হযরত শাহজালাল (র এর মসজিদে জুম্মাটা পরবো।
গিয়ে দেখি জনাকির্ন অবস্থা.... কোন রকমে রাস্তাতেই গামছা বিছিয়ে নামাজ পড়লাম, পরে নামাজ শেষে গেলাম মসজিদের ভিতর। ছায়া ছায়া কেমন জানি শান্ত ভাব এই মহান ব্যক্তিত্বের মাজার ঘিরে। আর পাশেই মাদ্রাসা..কত ছাত্র তাতে ইসলামের মাধুর্য আহরনে ব্যস্ত।
মাজার জিয়ারত শেষে গেলাম জাফলং...বেশ উচুনীচু রাস্তা।
আশেপশে কেবল পাথর ভান্গা মেশিনের ঘরঘর শব্দ আর ধূলি দূষন। জাফলংএ হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত। শিলপাটা আর পাথরের রকমারি পন্যের দোকানে ভরপূর চারধার। ছোট ছোট নৌকো করে চলে যাওয়া যায় একবারে ইন্ডিয়া সীমান্তের কাচাকাছি।
আমরাও একটা ছোট নৌকা ভাড়া করে চললাম। নীচে পাথর আর পাথর উপরে টলটলে পানি। নৌকা চলছে ধীরে ধীরে..লোকজনের বড় আগ্রহ ইন্ডিয়া সীমান্তের কছে যাওয়ার।
ওদিকে বিএসএফ গুলি চিৎকার করে বলছে আর এগুলেই গুলি করে দিমু...। এপাশে বিডিআর রা মুখ পাংশা করে চা খাচ্ছে। বড়ই দুঃখ পেলাম!!
চলবে.।
আলোচিত ব্লগ
মুসলমানেরা ভাগ্যন্নোয়নের জন্য পশ্চিমে গিয়ে, পশ্চিমের সংস্কৃতিকে হেয় করে ধর্মের নামে।
এখন পশ্চিম চাহে যে, মুসলমানেরা যেন "ভাগ্যান্নষন"এর জন্য তাদের দেশে আর না যায়; কারণ, মুসলমানেরা পশ্চিমের সংস্কৃতিকে হেয় করার জন্য ধর্মকে ব্যবহার করে। একই আব্রাহামিক ধর্মের লোকজন হলেও,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অতঃপর সচিবালয়ের সেই পুড়ে যাওয়া কুকুর
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কী উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকের। দুই দিকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মৃতদেহ,... ...বাকিটুকু পড়ুন
১৯৭২-এর স্বাধীনতার ঘোষণা পত্র ২০২৪-এর অর্জন না
৭২-এর রক্তস্নাত সংবিধান বাতিল করে । নিজেদের আদর্শের সংবিধান রচনা করতে চায় এরা‼️বাংলাদেশের পতাকা বদলে দিতে চায়! বাংলাদেশের জাতীয় সংগীত ভালো লাগেনা এদের!জাতিয় শ্লোগানে গায়ে ফোস্কা পরা প্রজন্ম... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয়, বিশ্ববিদ্যালয়েও ছিল
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না। বিশ্ববিদ্যালয়, হোটেল এমনকি ব্যক্তিগত বাড়িতেও ছিল। আপনারা শুধু... ...বাকিটুকু পড়ুন
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে.....
প্রতিযোগিতার এই দুনিয়ায় এখন আর কেউ নিজের মতো হতে চাই না, হতে চাই বিশ্ববরেণ্যদের মতো। শিশুকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতা। সব ছাত্রদের মাথায় জিপিএ ৫, গোল্ডেন পেতে হবে! সবাইকেই ডাক্তার,... ...বাকিটুকু পড়ুন