'ইতিউতি'
সন্ধ্যাতারা কলি মেলেছে মোহনকান্দার আকাশে
বাতাসে লকডাউনের ভাপসা গন্ধ আর নিশিতা বড়ুয়ার বিরহী সঙ্গীত-
'বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে....'
রুমমেট ডুবে আছে করুন রোমান্টিসিজমে।
আর, আমি পাঠ করছি অতন্দ্রিতার সংসারকাব্য- মেঘের স্মৃতিকথা...
করোনার ই ইউ, ইতিউতি-
ক্রমশঃ
পেরিয়ে যাচ্ছে 'প্যানডেমিক' রাত
____________________________
'সময়ের উচ্চারণ'
মৃত্যুভয় জয় করে এখনো টিকে আছি মহামারির উপত্যকায়
সময়ের ঊর্ধ্বে চড়ে স্বপ্নে আঁকছি নরম সকাল
এই মিছিল থেমে যাবে একদিন
ময়ূরপঙ্খী পেখম মেলবে তুমিও
ততদিন টেলিপ্যাথি হোক, স্বপ্নে সকাল দেখা হোক... কায়িক দূরত্বে
হে পৃথিবী
ছেড়ে যাওয়ার রেখা ধীরে ধীরে স্পষ্টতর হচ্ছে!
সময়ের অভিভাষণ গ্রহণ করো।
____________________________
'নিসর্গের কথা'
আটপ্রহরে নয়বার worldometers.info তে উকিজুকি মারি
প্যানডেমিক হিস্ট্রি দেখে আতকে উঠি
ইদানীং ভোরদুপুরে নিয়ম করে পাশঘরের চন্দনের কোয়ারেন্টিন, আর
ময়নার-মা'র ডালভাত নিশ্চিত করি।
তবুও, নৈশব্দভোজে কানেবাজে প্রকৃতির অপহাস!সন্তাপ-
তোমাকে আরো আরো সামাজিক হতে হবে, হে এপিকিউরিয়ান
তুমি আরো পরহিতব্রতা হও, সমুদ্র হও.... ক্যাজুয়াল হও-
খোলে এই ক্যাজুয়ালিজমের মেকি মুখোশ!
_____________________________
' মেঘের অক্ষর'
প্রতিনিয়ত
মৃত্যুস্তুপ, আঁকছে
চোরাএনিমি।
ক্রমে কান্নাকথারমেঘ জমে জমে ঝাপসা হচ্ছে আম্বরীর আঁচল
জলছলছল চোখে রোদ খোঁজে খোঁজে শ্রান্ত আমাদের আনন্দের মা।
ঘুমকাতুরে চোখে ঘুম নেই
অনাহারীমুখে বাসা বেধেছে চিন্তাপুরের ক্ষুধামন্দাপাখি!
পার করছি অস্থির এক প্যানডেমিক রাত-
২.
মধ্যরাতের স্তব্ধতা ভেঙ্গে একটু আগে
একটা এম্বুলেন্স এসে ঢুকেছে আমাদের এপার্টমেন্টে
শান্তির মা এখন লাইফসাপোর্টে!
মনপাখি আনমনে পাঠ করছে আতংকমন্ত্র
আমি আঁকছি মেঘের অক্ষর!
________________________
মার্চ / এপ্রিল ২০২০
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ রাত ২:২৬