মনে রেখো ছলোছলো আমার দুইটি চোখ
একটি শূন্যপাত্র সজল বিষণ্ন এই শ্লোক ;
মনে রেখো শীতরাত্রি, প্রিয়
হেমন্তের ভোর
মনে রেখো ঝরাপাতা, এই
ভাঙা ঘরদোর ;
মনে রেখো খাঁখাঁ বুক, হিম-শীতল পাথর
সামান্য জলের চিহ্ন আর সামান্য আদর ।
মনে রেখো লতাপাতা, সেই একটি বকুল
মনে রেখো আকাশের তারা সব অনন্তের
ফুল ;
মনে রেখো আমার ভ্রমণ, চলে যাওয়া
মনে রেখো এই পথ, এই দুঃখ পাওয়া ;
মনে রেখো এই আবার ফিরে আসা,
মনে রেখো চোখের জলে এই
ভালোবাসা ।
কাব্যগ্রন্থ- #একবার_নিজের_কাছে_যাই
।