আজকে শিক্ষা থাতকে যে ভাবে সফল ভাবে ধংশ করছে, শেখ হাসিনা ইচ্ছা করলে ওনাকে এই বার অন্য কোন মন্ত্রনালয়ে দায়িত্ব দিতে পারনে। ওনি ঐ টাও বিশ্বস্ততার সহিত সফল ভাবে ধংশ করতে পারবেন।
সবায় হয় চয় করছে যে, 42হাজার পরিক্ষা দিল পাশ করল মাত্র 2জন!!
আরে ভাই পাশটা করবো কেমনে? নাহিদ সাহেব তো সেই সুযোগ রাখেন নাই।
একটা ভালো স্টুডেন্ট পরিক্ষার আগে কোথায় প্রশ্ন পত্র পাশ হয়ছে সেটা খুজে নাই। খুজছে কারা? এক কথায় বলা যায়, যারা ভালো স্টুডেন্ট না তারা। এই প্রশ্ন দেখে পরিক্ষা দিয়ে তারা জিপিএ-5 পাইয়া গেছে। কিন্তু ভালো স্টুডেন্ট গুলাতো নাহিদ সাহেবের সৃজনশীল(কালো অধ্যায়) না কি করল সেই গুলো দিতেই কষ্ট হয়ে গেছে। কারন তারাতো আগেই প্রশ্ন প্রত্র পাই নাই?
ভালো স্টুডেন্ট গুলো পাইয়া হল , জিপিএ-4.5+ কিন্তু এই স্টুডেন্ট গুলাতো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দেওয়ার সুযোগ পাই নাই।
যারা সুযোগ পাইছে মাশাল্লাহ তারা তো ওই যে নাহিদ মার্কা পাশ করে এসেছে (প্রশ্ন আগের দিন হাতে পাইয়া)। তারা কি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষায় পাশ করবো? এখানে তো আর নাহিদ সাহেবের কেরামতি কাজ করে না।
আল্লাহ নাহিদ সাহেবকে হেদায়েত করুক, আমাদের এই জাতিকে নাহিদ সাহেবের মত মন্ত্রীদের হাত থেকে রক্ষা করুক।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২