হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের ইন্তেকাল(ইন্নালিল্লাহি...রাজিউন)।
আমরা তার আত্মার মাগফরাত কামনা করছি।
এই নিউজটা আমরা সবায় শুনেছি, নিউজটা ব্রেকিং নিউজ হিসাবে সব টিভি চ্যালেন প্রচার করেছে। প্রচার করার এই কথা, আমাদের প্রিয় নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল স্যার এর মা। সো এই নিউজটা ব্রেকিং হবে সেটায় সাভাবিক।
আমার কথা হল যে টিভি চ্যানেল গুলো পাল্লা দিয়ে এই নিউজটা প্রচার করেছে তারা একজন মুসুলমান এর মৃত্যু সংবাদে ইন্নালিল্লাহি...রাজিউন লিখতে হয় সেটা তারা যানে না। যানলে নিশ্চয় এই ভুলটা করতেন না।
ওনি একজন মুসুলমান ওনার জানাযা হবে মুসলিম ধর্মের রিতি মেনে ওনার দাফন কাফন হবে তো নিউজ এর পাশে ইন্নালিল্লাহি...রাজিউন বলতে আপনাদের এতো কষ্ট লাগে কেন। নাকি জাফর ইকবাল স্যার আপনাদেরকে না করছে যে আমার মা মৃত্যু সংবাদে তোমরা ইন্নালিল্লাহি...রাজিউন লিখ না।
আমি সব চ্যানেল এর বিপক্ষে বলছিনা প্রায় চ্যানেল গুলোও এই ভাবে নিউজ টা দিয়েছে। তাদের মধ্যে উল্লেখ যোগ্য হল ইন্ডিপেনডেন্ট, বৈশাখী, একাত্তর, সহ আর কয়েকটি চ্যানেল এর সাথে কয়েকটি অনলাই নিউজ প্রোটাল আছে।
আসলে কে কার আগে নিউজ টা প্রাচার করতে পারবে সেই প্রতিযোগিতায় এমন ভাবে ব্যস্ত যে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা দেখার সময় তাদের নেই।
কয়েক দিন আগে একটা নিউজ দেখে আমরা ফ্রেন্ডরা খুব হেসে ছিলাম, ইন্ডিপেনডেন্ট টিভি লাইভ একটা নিউজ দেখাছিল সেখানে বাংলাদেশ এর ম্যাপ এর বিতর ঢাকা কেন্দ্রীয় কারাগারকে বাংলাদেশের এক প্রান্তে নিয়ে রেড মার্ক করে দেখাছে। আমার ফ্রেন্ড বলতেছিল কেন্দ্রীয় কারাগারকে কি টেকনাফ নিয়ে গেল নাকি?
এই রখম অসংখ ভুল তারা করে থাকে।
শুধু যে এই ভুল করে তা কিন্তু না বড় ভুল হল নিউজ এ ভুল করা। টিভি চ্যানেল গুলো আরও সুন্দর ভাবে পরিচালিত হক সেটায় আমাদের কম্য।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০