আপনার মৃত্যু যদি ঢাকার 'স্কয়ার হাসপাতালে' হয় তাহলে আপনি বাংলাদেশের মোটামুটি মানের একজন বড়লোক ।
আপনার মৃত্যু যদি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হয় তাহলে আপনি বেশ ভালো মানের বড়লোক । ব্যাঙ্কে টাকাটুকা ভালোই আছে ।
আপনার মৃত্যু যদি বাংলাদেশের কোন সদর হাসপাতালে হয় তাহলে আপনি গরীবও হতে পারেন আবার বড়লোকও হতে পারেন । সদর হাসপাতাল বড় আজব যায়গা ।
আপনার মৃত্যু যদি রাস্তায় হয় তাহলে আপনি একজন বাংলাদেশি আমজনতা । টিকিট কাটা যাত্রি ।
আপনার মৃত্যু যদি আপনার বাসায় হয় তাহলে আপনি বাংলাদেশি সুখী মানুষ । (*শর্ত প্রযোজ্য)
* দূর্বৃত্তের হাতে হলে সে কথা আলাদা ।
এখন মৃত্যু আমাদের সামাজিক সট্যাটাস নির্ধারন করে দিচ্ছে । যদিও সেই সট্যাটাস আপনার সাথে পরকালে চলে যায় , তা আর পোস্ট হয় না ।