ভাষার মেরামত চাই....
কথাটা সত্যি কি না জানি না, তবে কাহিনীর নীতিকথাটা খুব সত্যি!
কনফুসিয়াসকে প্রশ্ন করা হয়েছিল,"আপনার হাতে দেশ শাসনের ভার পড়লে সবার আগে কি করবে?"
প্রাচীন চীনের মহাজ্ঞানী জবাব দিয়েছিলেন,- "প্রথমেই ভাষাকে মেরামত করব। তাতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের রাষ্ট্রের সংস্কার ঘটবে।"
শুনে সবাই বিস্মিত! সে কি- এত কিছু থাকতে ভাষা সংশোধন কেন? দেশ চালনোর সঙ্গে এর কি সম্পর্ক?
ব্যাখ্যা দিয়েছিলেন কনফুসিয়াস- "ভাষাই যদি যথাযথ না হয়- তা হলে কথা ও তার উদ্দেশ্যের মধ্যে ফারাক থেকে যায়। যার জন্য ফলাফল হীতে বিপরীত হতে পারে"।
ঘটনাটস এখন মনে এল কারণ, আজকাল আমাদের সমাজের নীতি নির্ধারণকারীরা, স্পেশালি রাজনীতিকরা কু কথার য্যযে ফোয়ারা ছোটাচ্ছেন তাতে ভেসে যাচ্ছে শাালীনতা বো, সৌজন্যতা- যার প্রভাব পরে সমাজের সর্বত্র। বাদ যায়না সোশ্যাল মিডিয়ায় এই সু৷ ব্লগও। চলছে পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি ও ব্যক্তিগত আক্রমণের কৌশল।
সব চেয়ে বড়ো কথা, কারোর বক্তব্যের সমালোচনায় প্রতি পক্ষের তর্কবাক্যগুলির সারবত্তা বিচার্য হয়ে উঠতে পারছে না। কেবল শ্লীল থেকে অশ্লীল চিৎকার চেঁচামেচিতেই পর্যবসিত হচ্ছে। অতএব, ভাষার মেরামত চাই, বক্তব্যের সত্যতা চাই। অপপ্রচার, গুজবকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৪