সুখ......
সুখ একটি আপেক্ষিক বিষয় এটা নিয়ে তাত্বিক ব্যাখ্যা দেওতার জ্ঞান আমার নেই। আসলে সুখের নির্দিষ্ট কোন ফর্মুলা নেই, এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। অনেক কষ্টে দিন যাপন করেও কেউ কেউ সুখী হতে পারে, কিছু কষ্টের মাঝেও সুখ লুকায়িত থাকে। তাই বলবো কিসে আপনার সুখ তা নিজেকেই আবিষ্কার করতে হবে।
আপনি নিজে সুখ বলতে যা বুঝেন আপনার কাছে সেটাই সুখ। সুখ বলতে আমি বুঝি সুস্থ স্বাভাবিক, স্বাধীনচেতা একজন মানুষের নিজ ইচ্ছেমত জীবন ধারণ করার সক্ষমতাকে। সুখ এবং স্বাধীনতা এ দুটি বিষয় পরস্পর যুক্ত। স্বাধীনতা ছাড়া প্রকৃত সুখ অসম্ভব। যে যত বেশী স্বাধীন সে তত বেশি সুখি।
Manners, Morals, Respect, Character, Common sense, Trust, Patience, Class, Love- এই বিষয়গুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি নিজে নিজে যতই সুখী হউন না কেন মানুষের কাছ থেকে কিন্তু শ্রদ্ধা, ভালবাসা অর্জন করতে ব্যর্থ হবেন। সেজন্য কখনোই Meaningless happiness এর পিছনে ছুঁটা যাবে না। Meaningless happiness এমন এক বিষয় যা কেবল একজন ব্যক্তিকেই সুখী করতে পারে।
পাগল, ভবঘুরে অথবা অর্থ বিত্ত সম্পন্ন বদমেজাজী ও অহংকারী কোন ব্যক্তি, এদেরকে কিন্তু কেউ-ই ভাল চোখে দেখে না বা এরা মানুষের ভালবাসা অর্জন করতে সক্ষম হয় না। তবুও কেউ যদি সবকিছুকেই অর্থ, বিত্তের মাপকাঠিতে বিচার করতে চান তাহলে কিছু বলার নেই।
আমরা যতই বলি "কে কি বললো, এসব দেখার টাইম আমার নেই"- কিন্তু দিন শেষে মানুষ সামাজিক জীব, কে কি বললো তা দেখার যথেষ্ট কারণ রয়েছে। মোদ্দা কথা, সবকিছুর মধ্যে ব্যলেন্স রাখাটা জরুরী।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১১