বিচিত্র জীবন.....
আর্জেন্টিনার বিখ্যাত কবি ও লেখক হর্হে লুই বর্হেস বই পড়াবস্থায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ট্রেনে যাচ্ছিলেন একটা গোয়েন্দা উপন্যাস পড়তে পড়তে। ট্রেন একটা টানেলে ঢুকল, যখন বেরিয়ে এল, বর্হেস অন্ধ হয়ে গেছেন বাকি জীবনের জন্য।
বর্হেস বলেছিলেন 'অন্ধদের জীবনে কোনো অন্ধকার থাকে না। চোখের সামনে হলুদ, কমলা, লাল, সবুজ ইত্যাদি মেশানো একটা গাঢ় কুয়াশা আটকে থাকে, সেটাকে ছাড়িয়ে চোখ বেরোতে পারে না। অন্ধদের জীবনে কোনো কালো রঙ নেই'।
কিন্তু, যদি ভাবি, শুধু অন্ধরা কেন? আমাদের চোখের সামনে ওই কুয়াশা কি অল্প বিস্তর নেই? আমরা হয়ত ওটাকে টের পাওয়ার মতোও চোখ রাখি না। অন্ধ পূর্ব বর্হেসের চাকরি জীবন ছিল এক গ্রন্থাগারে, এটাও উল্লেখযোগ্য।
বর্হেস চোখ হারিয়ে কী পেলেন? হয়ত চোখের আলোয় পেলেন চোখের বাহিরকে। সেই ডিটেকটিভ উপন্যাসটা কি বর্হেস শেষ করতে পেরেছিলেন? উল্লেখ নেই। তবে বর্হেসের স্ত্রী ভার নিয়েছিলেন বই পড়ে শোনানোর, লেখার ডিকটেশন নেওয়ার। তাইতো অন্ধ হয়েও বর্হেস তাঁর সৃজনশীল সৃষ্টিশীল লেখনীতে সমৃদ্ধ করে গিয়েছেন সাহিত্যের জগৎ।
আমরা যারা দেখতে পাই, যতই অনুমান করি বা কল্পনা করি, অন্ধরা কী দেখতে পায় কোনোদিনই জানতে পারব না।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৩