জীবনের উপসংহার কখনো লিখবো না। উচ্ছাস, ক্রোধ, বিষন্ন নিরবতা, অভিমান, কতো কি যে প্রতিটি দিনের সাথে জড়িয়ে আছে- কাউকে বলবো না।
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে"।
শুভ রাত।।