সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এখন অনেকের অ্যাকাউন্ট সম্পূর্ণ বাংলায়। অনেকেই ফেসবুকে বাংলায় স্ট্যাটাস দিয়ে থাকেন। গুগল, ফেসবুক এবং উইকিপিডিয়ার মতো জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো বাংলা ভাষার জন্য আলাদা সংস্করণ রেখেছে। গুগলের বেশ কিছু পরিষেবাতেও বাংলা ভাষা যোগ হয়েছে। গুগলের এসব পরিষেবার মধ্যে রয়েছে গুগল ডিকশনারি, গুগল ট্রান্সলিটারেশন ও গুগল ট্রান্সলেশন। আগামীতে হয়তো অন্য অনলাইন জায়ান্টদের ওয়েবেও যুক্ত হবে বাংলা সংস্করণ। বিভিন্ন ভাষাভাষীর সঙ্গে ইন্টারনেটেও এখন গুরুত্ব পাচ্ছে বাংলা। ফলে জনপ্রিয় সাইটগুলোতেও একের পর এক যোগ হচ্ছে বাংলা ভাষায় পরিষেবা। আর এর সর্বশেষ সংযোজন হচ্ছে গুগল ট্রান্সলেশন।
গুগলে বাংলা :গুগলের বাংলা সংস্করণ হচ্ছ-গুগল বাংলা সাইটটি ব্যবহার করে ফোনেটিক বাংলায় যেকোনো তথ্য বা ছবি অনুসন্ধান করা সম্ভব। গুগলের আরেকটি সার্ভিস ট্রান্সলিটারেশন। ২০০৯ সালে সার্ভিসটি চালু হয়। গুগল ট্রান্সলিটারেশন আইএমই [ইনপুট মেথড এডিটর] বর্তমানে ২২টি ভাষায় রয়েছে। এর মধ্যে বাংলা অন্যতম। গুগল বাংলা ট্রান্সলিটারেশন সাইটের ঠিকানা়-গুগল বেঙ্গলী ট্রান্সলিটারেশন সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারী রোমান কিবোর্ড ব্যবহার করে লাতিন শব্দে বাংলা ভাষায় লিখতে পারবেন। পদ্ধতিটিকে বলা হয় ফোনেটিক। গুগল ট্রান্সলিটারেশন ইউনিকোড ফন্টে ব্যবহারকারীর ইনপুট গ্রহণ করে। গুগল ট্রান্সলিটারেশন ব্যবহার করে জি-মেইলে বাংলায় মেইল করা সম্ভব। ২০০৯ সালের ডিসেম্বরে গুগল চালু করে ডিকশনারি পরিষেবা। গুগল ডিকশনারিতে-গুগল ডিরেক্টরি । বর্তমানে ২৯টি ভাষা রয়েছে। গুগল ডিকশনারি পরিষেবার শুরু থেকেই বাংলা ভাষা যুক্ত রয়েছে। তবে এ ডিকশনারি ব্যবহার করে কেবল বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা শব্দ পাওয়া সম্ভব। গুগল ডিকশনারিতে থাকা অন্য ভাষাগুলো থেকে বাংলা শব্দার্থ পাওয়া যায় না। গুগলের আরেকটি জনপ্রিয় পরিষেবা গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর-[link|[translate.google.com|গুগল ট্রান্সেলেটর] চালু হয় ২০০৬ সালের ২৮ এপ্রিল। আরবি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমেই শুরু হয় গুগলের ট্রান্সলেশনের সার্ভিস। তারপর একে একে যোগ হয় অন্যান্য ভাষা। ২০০৭ সালের অক্টোবর নাগাদ ২৫টি ভাষার অনুবাদ শুরু হয়। এতদিন গুগল ট্রান্সলেশনের ভাষা সংখ্যা ছিল ৫৮। সর্বশেষ ২১ জুন ৫টি নতুন ভাষা যুক্ত হওয়ায় মোট ভাষা সংখ্যা হয়েছে ৬৩। ২১ জুন অন্য চারটি ভাষার সঙ্গে বাংলা ভাষা যুক্ত হয়। বর্তমানে গুগল বাংলা ট্রান্সলেশন সার্ভিসের আলফা সংস্করণ চলছে। গত কয়েক বছর ধরেই গুগল ট্রান্সলেটরে বাংলাকে যুক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন কিছু বাংলাভাষী ইন্টারনেট ব্যবহারকারী। প্রথমে ২০০৮ সালে গুগল ট্রান্সলেশনের অফিসিয়াল ফোরামে বাংলা অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে পোস্ট দেওয়া হয়। তারপর ২০০৯ সালে আবারও চেষ্টা চালানো হয়।
গুগল ট্রান্সলেশন সার্ভিসে বাংলা যুক্ত হওয়ার কারণে ওয়েবে অন্য আরও ৬২টি ভাষার সঙ্গে বাংলা ভাষার যোগাযোগ চালু হলো। তবে বাংলায় গুগল অনুবাদের মান এখনও তেমন ভালো নয়। ভুল অনুবাদ আসছে প্রচুর। যেহেতু গুগল স্ট্যাটিসটিক্যাল মেশিন ট্রান্সলেশন পদ্ধতি অনুসরণ করে তাই একটি বাক্যের পুরোপুরি ভুল অনুবাদ আসতে পারে। তবে ব্যবহারকারীরা যাতে অনুবাদের মান উন্নয়নে সহায়তা করতে পারেন সেই পথ খোলা রেখেছে গুগল। গুগল ট্রান্সলেশন ব্যবহার করে অনুবাদ করলে দু’ ধরনের ভুল অনুবাদ হতে পারে। বাক্যের অর্থ ভুল আসা ও বাক্যের গঠন ঠিক না হওয়া। প্রথমত, বাক্যের অর্থ ঠিকমতো না হলে সঠিক অর্থ করে দিয়ে সহায়তা করা যাবে। অনুবাদ করা বাক্যের শব্দগুলোর ওপর কার্সর রাখলে হলুদ দেখাবে। তাতে ক্লিক করলে বিকল্প শব্দের প্রস্তাব থাকবে। বিকল্প শব্দও যদি পছন্দ না হয় তাহলে নতুন করে শব্দ দেওয়া যাবে। অন্যদিকে অনুবাদ হওয়া বাক্যের গঠন ঠিকমতো না হলে তা ঠিক করে দেওয়ার মাধ্যমে সহায়তা করা যাবে। শব্দের বিন্যাস ঠিক করতে হলে ‘শিফট’ কি চেপে ধরে যেকোনো একটি শব্দ বা শব্দগুচ্ছ নির্বাচন করে তা টেনে সঠিক স্থানে বসিয়ে দিলেই বাক্যের বিন্যাস ঠিক হয়ে যাবে। ব্যবহারকারীর অনুবাদ গুগল ট্রান্সলেটর স্বয়ংক্রিয়ভাবে মনে রাখবে। পরে ব্যবহারকারীরা সঠিক অনুবাদ দেখতে পারবেন। গুগলের বাংলা অনুবাদের মান উন্নয়নে সহায়তা করার জন্য ফেসবুকে ‘গুগল ট্রান্সলেশন ইন বাংলা-ফেসবুক বাংলা নামে একটি কমিউনিটি পেজ খোলা হয়েছে। গুগলের বাংলা অনুবাদের মান উন্নয়নে কাজ করতে আগ্রহীরা ফেসবুকের কমিউনিটি পেজটিতে যোগ দিতে পারবেন।
ফেসবুকে বাংলা :সময়ের অন্যতম সেরা জনপ্রিয় সাইট ফেসবুক। ফেসবুক ২০০৮ সালের জানুয়ারিতে বিভিন্ন ভাষার সংস্করণ প্রকাশের পরিকল্পনা ঘোষণা করে। তবে এতে অনুবাদ শুরু হয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে। ৭ ফেব্রুয়ারি স্প্যানিশ ভাষায় প্রথম ফেসবুক চালু হয়। ৩ মার্চ থেকে দ্বিতীয় ভাষা জার্মান যুক্ত হয় । বর্তমানে ৯৬টি ভাষায় নিজস্ব সংস্করণ অনুবাদের সুযোগ ফেসবুক কমিউনিটির কাছে উন্মুক্ত রয়েছে। এরই মধ্যে ৬৪টি ভাষার সংস্করণে ফেসবুক চালু রয়েছে। ফেসবুকে ‘ট্রান্সলেশন অ্যাপ্লিকেশন’[www.facebook.com/appa/applications.php?id=4329892722] চালু হওয়ার পর থেকেই বাংলা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারীরা এতে বাংলা ভাষা যোগ করার অনুরোধ জানান। শুরু হয় ফেসবুকে বাংলা যুক্ত করার ক্যাম্পেইন। একটি ফেসবুক গ্রুপও সে সময় খোলা হয়েছিল। ২০০৮ সালেই যুক্ত হয় বাংলা Click This Link থেকে ব্যবহারকারীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফেসবুকের বাংলা সংস্করণ অনুবাদ করে যাচ্ছেন। ফেসবুক বাংলা অনুবাদের হোমপেজে গেলে দেখা যাবে লেখা– ‘Facebook in Bangla is complete!’ তবে ফেসবুকে প্রতিনিয়তই নতুন নতুন অ্যাপ্লিকেশন যুক্ত হচ্ছে। নতুন অ্যাপ্লিকেশন যুক্ত হলেই নতুন শব্দ ও বাক্যাংশ বাংলা অনুবাদ করতে হবে। সেক্ষেত্রে এখনও ফেসবুকের বাংলা অনুবাদে অবদান রাখার সুযোগ রয়েছে। অনুবাদকৃত শব্দ বা বাক্যাংশে ভোট দেওয়ার মাধ্যমে অনুবাদের মান উন্নয়নের সুযোগও রয়েছে। বর্তমানে ফেসবুকের সক্রিয় বাংলা অনুবাদক রয়েছেন ৫৭৩ জন। মোট ৭৩ হাজার ৪৯৭টি অনুবাদ ফেসবুকে সাবমিট করা হয়েছে। বাংলা অনুবাদ করতে আগ্রহী হলে ফেসবুকে ‘ট্রান্সলেশন অ্যাপ্লিকেশন’টি যোগ করে নিতে হবে।
উইকিপিডিয়ায় বাংলা :উন্মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ হিসেবে উইকিপিডিয়া যাত্রা শুরু করে ২০০১ সালে। উইকিপিডিয়া এমন একটি বিশ্বকোষ যেখানে যে কেউ অবদান রাখতে পারেন। উইকিপিডিয়াতে বর্তমানে ২৬৪টি ভাষার সংস্করণ রয়েছে। তবে সক্রিয় ভাষা সংস্করণের সংখ্যা ২৩৬টি। ২০০৪ সালে চালু হয় বাংলা উইকিপিডিয়া-বাংলা উইকিপিডিয়া । অন্যান্য ভাষার উইকিপিডিয়ার মতোই এটিও উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালনা করছে। গত ২৮ জুনের পরিসংখ্যান অনুযায়ী বাংলা উইকিপিডিয়ায় মোট নিবন্ধ সংখ্যা ২২ হাজার ২৫৫। সব ভাষার সংস্করণের মধ্যে বাংলা উইকিপিডিয়ার অবস্থান ৭৩। বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে নিবন্ধিত ব্যবহারকারী ২২ হাজার ৫৫৯ জন। বাংলা উইকিপিডিয়ায় সর্বমোট পৃষ্ঠা রয়েছে ২,৪২,৩৩৮টি। মোট ৮১৩টি ফাইল এতে আপলোড করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা বেড়ে চলছে স্বেচ্ছাসেবক উইকিপিডিয়ানদের অবদানে। এসব ওয়েবে বাংলা যোগ করতে যে কেউ ভূমিকা রাখতে পারেন।
(সূত্রঃ দৈনিক সমকাল)
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ দুপুর ১:৫০