(ফোটো- গুগুল)
আকাশটা নিচু হতে জানে না
তবু তারা খসে পড়ে প্রতিদিন;
নাগরিক কোলাহলে
হারিয়ে যাওয়া চিৎকার শীৎকার
ব্যস্ত জনপদে কত প্রেম ভাঙে, গড়ে
ব্যবসায়িক নাগপাশে।
ভালবাসা যায় আত্মগোপনে
প্রেমের, ভাতের, পিতৃত্বের দাবী ফুঁসে ওঠে
তবু বেগম পাড়ায় বাড়তে থাকে
লদলদে দেহের কিম্ভূত বেগমদের ভীড়।
চোরের বাড়ি আজ আলিশান, সুরক্ষিত দূর্গ যেন
গৃহস্থের গোলায় উঁইপোকা নাচে দিনরাত
ওদিকে বাগানের বদলে রক্তের ফোয়ারায়
মাথা উঁচু করে ফোটে বসুন্ধরার দুর্গন্ধময় ফুল।
৮/১১/২০২২
কামরাঙ্গীরচর
ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৯