আপনি সাহিত্য চর্চা করেন বা না করেন, কর্ম অথবা ব্যক্তি জীবনে প্রতিদিন না হলেও সপ্তাহের কোনো একটি দিনে রাতে কম বেশি আপনাকে লিখতেই হয়। আর তা লিখতে গিয়ে অনেকটা দায়সারা ভাবেও কাজটা সেরে ফেলেন কেউ কেউ। যা মোটেও ঠিক না।
আপনার দক্ষতা বা যোগ্যতা যা-ই হোক না কেন, আপনার লেখা পড়েও আপনার সম্পর্কে অন্যের ভুল ধারণার জন্ম হতে পারে। প্রযুক্তির উন্নতিতে আজকাল আমাদের সামনে লেখালেখির অনেক দুয়ার খোলা। আর কিছু না হোক ফেসবুকে একটা স্ট্যাটাস অন্তত দিচ্ছেন অনেকেই- দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিতে। অর্থাৎ কোনোভাবে হলেও আপনি জড়িত আছেন লেখালেখির সঙ্গেই।
হতে পারে অভিধান/ডিকশনারি দেখার প্রতি আপনার অনীহা ব্যাপক। তাহলে কী করবেন? মোটা দাগে আমরা যে ভুলগুলো লিখি তার বিস্তারে না গিয়ে বলব যে, শুরুতে মাত্র তিনটি শব্দের প্রতি মনোযোগী হতে পারেন। যেগুলো প্রয়োগের সঙ্গে বাক্যের অর্থও জড়িয়ে থাকে। তাহলে সেই তিনটি শব্দ কী?
১। কোন> ইংরেজি Whatঅর্থে।
২। কোনো> ইংরেজি Any অর্থে।
৩। কোণ> ইংরেজি Angle অর্থে।
কিন্তু কোনা হবে Cornerঅর্থে। সে হিসেবে নেত্রকোণা না হয়ে নেত্রকোনা হবে।
কী বুঝলেন?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০