(১৫ আগষ্ট স্মরণে)
জাতি আজ শোকের আগুনে পুড়ছে সত্য জানি
যার চিহ্নগুলো বলে ঘাতকের বিষ অহর্নিশ
ছোঁপ ছোঁপ দাগ, ঘরের দেয়াল, ব্যালকনি, মেঝে
আসবাবপত্র এমনকি মায়ের বুকে কাঁপনরত শিশুটিও ছিল
কত কান্না কত খুন ঝরঝিল আরও কতশত
রক্ত নয় যেন স্বর্গীয় ফুলের জ্যোতি
বুকে জামায় সিঁড়িতে তার কত যে সুন্দর শোভা
অনন্ত ঘুমের মোড়কে অংকিত বাংলাদেশ
এ যে এক দেশ- প্রেমিকের শতরঞ্জি উপহার
হাজার বর্ষের ঘূর্ণি পাকানো সমুদ্র ঢেউ
কূলে কূলে বহে অবিরাম প্রবাহিত বায়ুর বর্ষণ
যেন পৃথিবী ছাঁপিয়ে খুলে দিল স্মৃতির কপাট।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬