সৃষ্টিকূলের নন্দন তোমার মহান শিল্পগুণ
তুমি প্রতিটি বিন্দুর প্রতিটি প্রাণের যেই অবয়ব যা দান করেছ...
পৃথিবীর কারো পক্ষে তা সম্ভব নয়।
হে প্রভূ আমরা যে মানুষ ও জিন জাতি
প্রত্যেকটিই নানান আকৃতি
তেমনি গাছ পালা পশু পাখি পোকামাকড় যন্ত্রু দানব
প্রতিটির অবয়ব ভিন্ন.... ভিন্ন গতি প্রকৃতির...
তোমার মহান শিল্পগুণেই কেবল চলাচল।
এই ভূমন্ডল সৃষ্টি যেমনি মিরাকল.... তেমনি শুণ্যে ভাসমান শিলা....
পাহাড় সাগর বিশালতা উচু নীচু সব কিছু....
সৃষ্ট তোমার পবিত্র গ্রন্থ আলকোরআন।
আমি যে ক্ষুদ্র বাবুই তবু শিল্পের বড়াই করি....
অহং প্রকাশ করি নিজেকে মহান শিল্পী ভাবি....যা বিন্দুর বিন্দু।
ক্ষমা কর প্রভূ আমি যেন আত্মঅহংকারে ধ্বংসে নিমজ্জিত যেন বা না হই।