তোমার অন্তনিহিত যুক্তিক বিজ্ঞান সৃষ্টির আদিতে প্রমাণিত
জগত সংসারকে পবিত্র আদলে সাজাতে আদম সৃষ্টির পর
আমরা ভুলে গেছি তোমাকে দেয়া সে প্রতিশ্রুত
অশান্তির আনবিক আমাদেরকে ছুঁয়ে দিল... বিশ্বাসের ঘাটতি
নিদর্শন সামুদ জাতির, আবাবিল ধ্বংসে আব্রাহাম,
আবু লাহাব যাদের নির্মম আজাব গজবে
নিঃশেষ করেছো তাদের কর্মফল পরীক্ষা-নিরীক্ষা শেষে...
যেমনি সাদ্দাত বানিয়েছিল বেহেস্ত
তবু প্রবেশাধিকার পায়নি। তারা
নিজেকে মহান ভেবেছিল সীমা অতিক্রম করেছিল
দম্ভ করেছিল যা তুমি পছন্দ করনি কখন..
তুমি যে মহান পরাক্রমশালী সেকথা ভুলে
অহং সাম্রাজ্য গড়েছিল তোমার সম্পদে...
কখন নৈরাজ্য সৃষ্টিকারীর ক্ষমতা স্থায়ীত্ব হয় না
যার জ্বলন্ত উদাহরন তোমারই সংবিধানে চিরকাল বহমান
হে পরাক্রমশালী আল্লাহ.. আমি যে ক্ষুদ্রের চেয়ে ক্ষুদ্র
আমাকে কখন অহংকারীভূক্ত তালিকায় অঙ্কিত রেখো না।