(কবি অনন্ত জাহিদকে নিবেদিত)
আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়ন শয়তানের ধোকা থেকে
হে প্রিয় যে পৃথিবীর মহা জ্ঞানের পরিপক্ক অহং প্রকাশে ব্যস্ত
নিমেষেই প্রদক্ষিণ এ প্রান্ত থেকে ও প্রান্ত
আজাজিল ফেরেস্তা হিসেবে সর্ব খ্যাতি ছিল তার
বেহেস্তের কোন স্থানটুকুই না চুমেছে...
তোমার নির্দেশ মনোনিত মাটির আদম
তার সকল কপাট খুলে দেখে ছিল বুঝে নিল
তোমাকে অমান্য করার পেলো সে দুর্বার সাহস
যার বৈপিরত্য সত্তা হিসেবে আত্মপ্রকাশ।
তুমি তাকে অভিশাপ দিলে সে মানবের শিরায় শিরায় ঢোকার পারমিশন নিয়ে নিল
নিবেদন করে নিয়েছিল তার শক্তি বা সামর্থ ও ক্ষমতা
এ নশ্বর ভূমিতে মুহুর্তের অনিষ্টকারী।
আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়ন শয়তানের ধোকা থেকে
মানুষ ও জিন রূপে হিংসাকারী... ফুৎকারিনী নারী থেকে
সৃজিত যাদু ও কুফরকারীর আঁধার থেকে
এযুজ-মেযুজ হত্যা নির্যাতন গুম কুচক্রির কুমন্ত্রনা থেকে
জালিমের জুলুম দর্জাল বিচারের প্রহসন থেকে....
তুমি মহাশক্তিধর প্রতাপশালী প্রভু বাঁচাও আমাকে
ঈমানকে মজবুত কর তোমার রাজত্বে
দেখাও সঠিক পথ ... পরিচালিত কর আলোর দিকে
কখনও বিভ্রান্ত যেন না হই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩