পিতৃযোগ্যে পাওয়া সিংহাসনে রাজা আজ বসিয়াছে সগৌর্বে,
বাজিছে ঢোল,চলিছে দামামা, রাজ্য আজ সাজিছে স্বর্গে।
প্রজারা আজ মিলিছে সর্বমতে রাজার ছেলে চলিবে রাজার মন্ত্রে
আশায় সবাই বাধিছে বুক পাইবে সবাই রাজ্যের যত সুখ।
কথার শত ফুলঝুড়িতে রাজা বলিয়া যায় আপনমনে।
সোনা পাবে ,মুক্তা পাবে, যদি ভালো কিছু করো হীরাও পাবে।
দিন কাটে, রাত যায় রাজা শুধু বলে যায়।
শুন্য থালায় অবাক দৃষ্টিতে প্রজাদের অশ্রু বায়।
একদা এক রাখাল ছেলে করিয়াছে ভুল রাজার সনে,
বিলায়েছে তার জমির ফসল সকল প্রজার মাঝে।
তাইতো আজ রাখালের নামে রাজ্য জুড়িয়া ঢোল বাজে।
রাজা তাই ছাড়িয়া হুংকার,দম্ভ করিবে কে তাহার অহংকার?
রাজা তুমি হইবে মহান, যদি করো প্রজারে সম্মান।
প্রজার মাঝে বিলাও খুশি তবেই হবে গদিনসীন।
চারিপাশে গড়িওনা আর অহংকারের বালির দেয়াল
প্রজাদের দীর্ঘশ্বাসে ভাঙ্গিবে দেয়াল, পড়িবে চাপে।