ভালোবাসা শুধুই ভালোবাসা কত কবিতা,কত গান,কত গল্প।আর ভালোবাসার এই বিশেষ দিনে চারপাশ সুধু ভালবাসার সুবাস।কিন্তু অনেকদিন ধরেই আমার মনে শুধু প্রশ্ন ভালবাসার রং কি?অনেকের উত্তর লাল। কেউ বলে বেগুনী কেউ আবার বলে আকশের মতো নীল।সত্যিই কি ভালবাসার কোন রং আছে নাকি পানির মতো রংহীন।নাকি হৃদয়ের রঙে রঙ্গীন হয়।
প্রতিদিন রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা এক কিশোর অপেক্ষায় থাকে এক কিশোরীর স্কুল থেকে ফেরার পথে।সূর্য,মেঘ কিংবা বৃষ্টি কিছুই তাকে হার মানাতে পারেনা।সে অপেক্ষা করে যায়।যদিও সে জানেনা কোনদিন তার অপেক্ষার শেষ হবে কিনা, নাকি অপেক্ষাকেই ভালোবেসে যেতে হবে।এই কিশোরের হৃদয়ের মতোই তার ভালোবাসার রং নীল আকাশের মতো উদার।
নদীর ধারে হাত ধরে বসে এক জোড়া তরুণ-তরুণী ।চোখে খালি ভালোবাসার স্বপ্ন আর কিছুই না।চোখে চোখে চেয়ে পাড় হয়ে যায় সময় ফিরে যাবার সময় হয়ে যায়।আজকের স্বৃতি নিয়ে রাত তা কেটে যাবে কালকের দেখা হবার আশায়। তাদের ভালবাসার রং চিরসবুজ, তাদের হৃদয়ের মতো।
সানাইয়ের সুর দূর থেকে ভেসে আসছে।আজ নতুন জীবনে স্বপ্নের দুয়ারে পা দিবে।দুইজন আজ একসাথে, বাকি জীবনের পথ পাড়ি দেবার শপথ।মেয়েটির পরে থাকা সেই লাল শাড়িটির মতো তাদের ভালোবাসার রং আবেগময় লাল।
বৃষ্টি তে দাঁড়িয়ে থাকা এক লোক।চোখ বেয়ে নেমে আসছে পানি। এটা কান্না নাকি বৃষ্টির পানি আমি জানি না।শূধু জানি খুব কাছের কেউ আজে তাকে দিয়েছে বিদায়। অনেক স্বপ্নের আজ মাঝপথে মৃত্যূ হয়েছে । উদ্দেশ্যহীনভাবে চলেছে সে কালো রাতে অজানা পথে। এই কালো রাতের মতোই তার ভালোবাসা হয়ে গেছে নিশি কালো।
তুমি তাই রাঙ্গাও তোমার ভালবাসাকে হৃদয়ের রঙে।ইচ্ছামতো তুমি রং দিয়ে সাজাও ভালবাসা।আর আমার ভালোবাসার রং কি? সেটা না হয় কবিতায় বলে দিবোনে আরেক দিন।