নীড়ের খুব কাছ থেকে ফিরে আসা এক পাখি
খরকুটো দিয়ে অনেক দিনের গড়া শন্তির নীড়
আচমকা একদা অচেনা মনে হয় সে চেনা পথ চেনা শহর
ফিরে উরে যায় সে,হয়ত ভুল পথে,হয়ত আত্নহননে।
বাগানের একমাত্র গোলাপ ফুলের রানী
সেই প্রথম সবুজের মাঝে লাল হয়ে সবুজ কে করেছে ধন্যি
এখন অনেক ফুলের মাঝে তার অস্তিত্ব হয়ে যায় নগন্য
অপেক্ষা করে শীতের ক্ষয়ে যাবার সে ক্ষনের জন্য।
ঘরের কোনে আঁধারে জ্বলা এক মোমবাতি
আধার ঘেরা শহরের মাঝে আলোকিত সে ঘর
জ্বলতে থাকে নিজের সবকিছু দিয়ে শুধু আলোর জন্য
গলে যাওয়া শরীর টা পড়ে থাকে সেই কোনায়।
আমি কি পাখি হয়ে উড়ে যাব অজানায়
নাকি গোলাপের মতো থাকব অপেক্ষায়
অথবা মোমের মত জ্বলে যাব আলো দিয়ে
নাকি মৃত হয়ে বেঁচে রবো মানুষ হয়ে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ রাত ১২:৫৭