বৃষ্টির ফোটা ঝরে অঝোরে,ঢেকে দেয় আমার কান্না তার মাঝে,
তারপর ও আমি কেদে যাই,প্রকৃতি আর আমি কেদে যাই।
জানি মেঘ যাবে সরে,আলো আসবে প্রকৃতি হাসবে,
আমি হাসব মেকী হাসিতে,আবার কাদব আমি আনমনে।
স্বপ্ন আজ ফাকি দিয়ে চলে গেছে দুর বহুদুরে
বেচে থাকার সব উপলক্ষ আজ কোন সুদুরে
তাই আমি আজ প্রকৃতির সাথে এক সুরে
প্রকৃতি আর আমি কেদে যাই।
ঈশ্বরের সাথে অভিমানে রক্তক্ষরন আমার হৃদয়ে,
তাই বুঝি প্রকৃতি আজ আমার সাজে তার আদেশে।
তবুও আমি পারিনা দুখের সাথে বন্ধু হতে,
একবার চাই আমি সুখি হতে।
আমি প্রিয়জনের চলে যাওয়া দেখেছি ঝাপসা চোখে,
বসে আছি আজও আমি সেই ফেরারী পথে,
সেইদিন থেকে আজও আমি আর প্রকৃতি একই সুরে
কেদে যাই অঝোরে,কেদে যাই অঝোরে।