কবিতার মধ্য দিয়ে দায়বদ্ধতা এড়ানোর ক্ষুদ্র চেষ্টা।
উৎসর্গ আবু বকর।
হায়নার হাসিতে যখন কেঁপে উঠে আমার চারদিক,
রক্তে লেপ্টে যায় আমার ভাইয়ের শার্ট
চোখ দিয়ে বেয়ে পড়ে লাল অশ্রু
ক্রোধের আগুনে মন চায় একটি খুন।
একবেলা খিদা নিয়ে যখন কাটাতে হয় আমার দিন
বড় বড় দালানের পিছে চলে মদ আর নারীর বিলাসিতা
আর আমি চেয়ে চেয়ে মনের আগুনে জ্বলি
ক্রোধের আগুনে মন চায় একটি গুনাহ।
কর্তার আসীনে বসে চলে যত মঞ্চায়ন,
আমি আবার প্রতারিত তাদের অভিনয়ে
আমার অসহায়ত্ব আরও বেড়ে উঠে
ক্রোধের আগুনে মন চায় একটি পাপ।
ধীরে ধীরে আমি চলে যাই দেয়ালের শেষ প্রান্তে
আর পিছে যাবার পথ নাই,
আমি এখন পাপের পথে আগাবো
হাজার খুন আর পাপের বোঝা নিয়ে আমি সুখি হতে চাই।