বাংলাদেশের যুব সমাজের ওপর আচরণগত বেইজ লাইন সার্ভে শীর্ষক গবেষণার তথ্যমতে, বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে ষাটের দশকের তুলনায় বর্তমানে বিবাহবহির্ভূত ও বিবাহপূর্ব অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পরিমাণ তিনগুণ বেশি। বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে তিনজনকেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।পরকীয়ায় পুরুষও নির্যাতনের শিকার হচ্ছেন। নারী নির্যাতনের খবর ফলাও করে প্রচার করা হলেও অনেক ক্ষেত্রে অজানা থেকে যায় পুরুষ নির্যাতনের কথা। লোকলজ্জা ও সামাজিক মূল্যবোধের কারনে অজানাই থেকে যায় লোমহর্ষক ও চাঞ্চল্যকর স্ত্রী ও তার বন্ধু কর্তৃক পুরুষ নির্যাতনের কাহিনী। আবার নারী নির্যাতন প্রতিরোধে প্রচলিত আইনের সুযোগে পুরুষকে ফাঁদে ফেলছেন কো্ন কোন নারী।
স্ত্রীর পরকীয়ার কারণে এসব নির্যাতনের ঘটনা ঘটছে। পরকীয়াকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলেও অনেক ঘটনাই থেকে যাচ্ছে অন্তরালে। যুব সমাজের মধ্যে জীবনমুখী শিক্ষার অভাব ও পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণের কারণে দেশে পরকীয়ার ঘটনা বাড়ছে। এর শিকার হচ্ছেন নারী-পুরুষ উভয়ই।
২৯ ডিসেম্বর রাজধানীর পল্লবী এলাকায় আরিফ হোসেন (৩০) নামের এক পোশাকশ্রমিককে তার স্ত্রী আনোয়ারা আত্মীয় ও ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগিতায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করে ঘর থেকে বের করে দেন। আরিফ আনোয়ারাকে পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন। আনোয়ারার আগের সংসারে দুই এবং আরিফ হোসেনের সংসারে এক সন্তান রয়েছে।
২ জানুয়ারি যাত্রাবাড়ীতে ওবায়দুল কাদের (৩২) তার স্ত্রী রেহানা বেগমের ছেলেবন্ধু লাভলুর ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। তাছাড়া নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে রাশেদা বেগম নামের এক নারীর স্বামী ও ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। দুলাল হোসেনের স্ত্রী রাশেদা বেগমকে শুকুর আলী নামের এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন রাশেদার ফুফাতো ভাই শামসুল ইসলাম। এ ঘটনার কয়েক দিন পর শামসুল ইসলাম নিখোঁজ হন। ২ জানুয়ারি রাশেদা বেগমের বাড়িসংলগ্ন বড়াল নদীতে শামসুল ইসলামের বস্তাবন্দী লাশ পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাশেদার স্বামী দুলাল হোসেনকেও থানায় নিয়ে প্রশ্ন করে ছেড়ে দেন। এর ফলে অপমানিত হয়ে দুলাল হোসেন ২ জানুয়ারি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এমনই পরকীয়ার বলি হয়েছিল মীরপুরের আয়েশা আক্তারের দুই অবুঝ সন্তান, সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রটোকল অফিসার মিসেস আয়সা আফসারী ও তার স্বামী জহরুল হক। পরকীয়ার কারণে নিয়তির নির্মম শিকার হয়েছিলেন নাট্যাভিনেত্রী ও বিটিভির উপস্থাপিকা অনমা আবিদ আইরিণ। মডেল তারকা তিন্নিও রেহাই পাননি পরকীয়া প্রেমের বিষাক্ত থাবা থেকে। শুধু নাম দিয়ে এদের শ্রেণী বিন্যাশ করা যাবেনা।
সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে সামিউল, পবন-পায়েল, তানহা, রজনী আক্তার, আবু রায়হান এবং আরও নাম না জানা অনেক শিশু। এই শিশুরা কী জানত ওদের মা-বাবার ভুল পথে চলার কারণে পরমাত্মীয়দেও সকল আদর, ভালবাসা, স্নেহ-মায়া মমতা ছেড়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে? ওরা কী জানত ওদের মমতাময়ী মা, পরম আত্মীয় বাবা ওদের ছোট্ট কচি প্রাণ কেড়ে নিবে? গুটি কতক নষ্ট নর-নারীর কারণে সমাজ হয়ে উঠছে বিষাক্ত। এদের সংখ্যা অসংখ্য, অগনিত।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই পুরুষ স্ত্রী বা তার পরিচিতদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। সমাজবিজ্ঞানীরা আশঙ্কা করছেন। দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতাবিষয়ক শিক্ষা, গণমাধ্যমে সুষ্ঠু প্রচারযোগ্য অনুষ্ঠান ও পারিবারিক মূল্যবোধ তৈরির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পাশ্চাত্যের মতো আমাদের দেশেও পারিবারিক সম্পর্কে ভাঙন ধরবে।