কালো গোলাপের প্রতি আমাদের অনেকেরই একটু আলাদা আকর্ষণ আছে। কালো গোলাপ এর নাম শুনলেই শুধু বাস্তবে দেখতে ইচ্ছে হয়। শত শত রঙ ও ধরণের গোলাপেও আমাদের মন যেন ভরে না। আমরা ঐ কালো রঙের গোলাপটিই খুঁজি; কখনো বাস্তবে, কখনো ইউটিউবে, আবার কখনো বা গুগল সার্চে। হরেক ধরণের কালো গোলাপ আমরা অনলাইনে দেখি আর ভাবি এইটাই সত্যিকারের কালো গোলাপ। ইদানিং দেশী কিছু কেনা-বেচা সাইটে ভারত থেকে কালো গোলাপ এর চারা এনে দেয়ার প্রতিশ্রুতিসহ এড চোখে পরছে, অনেকেই এডভানস টাকা দিয়ে এখন আর যোগাযোগ করে পাচ্ছেন না।
ফটোশপের তৈরি কালো গোলাপ
স্প্রে করে কালো রঙ করা গোলাপ
কালো রঙের গোলাপ আসলে আমাদের কল্পনাতেই সম্ভব। পৃথিবীর অনেক গোলাপ এক্সপার্ট অনেক বছর ধরেই এ নিয়ে বহু গবেষণা করেছেন, এখনও করছেন কিন্তু সফল হতে পারেননি। এসব গবেষণায় তারা কালো গোলাপ উদ্ভাবন করতে না পারলেও নতুন নতুন রঙের ও ঢঙ্গের অনেক গোলাপ উদ্ভাবন করেছেন। মনের সান্তনা হিসেবে তারা খয়েরী অথবা কালচে খয়েরী রঙের গোলাপকেই কালো গোলাপ (Black Rose) হিসেবে বিভিন্ন নাম দিয়েছেন। তবে গোলাপপ্রেমী হিসেবে আমরা সত্যিকারের কালো গোলাপ তাদের কাছ থেকে আশা করতেই পারি এবং সেই দিন হয়তো বেশী দূরেও নয়।
আশা করি, বিস্তারিত তথ্যগুলো জানার পর কালো গোলাপের ভ্রান্ত ধারণা আমাদের দূর হবে।
একটা প্রশ্ন করা যাক, বাস্তবে আপনি কি কালো রঙের গোলাপ দেখেছেন? কেউ কেউ হয়তো বলবেন, এতো আমাদের শাহবাগ এর ফুলের দোকানেই আছে! এ তথ্যটি একদম সঠিক। যে কেউ শাহবাগের ফুলের দোকানে গিয়ে কালো গোলাপ নিজ চোখে দেখে আসতে পারেন। যদি নাও পান, ২ মিনিট সময় দিলেই কালো গোলাপ আপনার সামনে হাজির হবে। আমরা বাঙ্গালীরা সব পারি!
একটি সাদা গোলাপের উপর কালো রঙ স্প্রে করে কালো গোলাপ বিক্রি হয় বেশী দামে। কিন্তু আর কত দিন?
কালো গোলাপের ৩ টি জাত বাস্তবে আছে, যা দেখতে খয়েরী অথবা কালচে খয়েরী।
1. Black Baccara
2. Black Zed
2. Black Prince
Black Baccara
Black Zed
Black Prince
১. ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮ ০