আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর ছাত্রলীগের লাগামহীন রাজনীতি, ধর্ষণ, শ্লীলতাহানী, ক্যাম্পাসে গলযোগ (যা এখন রামদা রাজনীতি হিসাবে পরিচিতি পাইছে), টেন্ডার ছিনতাই ইত্যাদি কর্মকান্ডের জন্য ভুক্তভোগি কে বলেন?
ভুক্তভোগি হচ্ছে সাধারণ জনগণ আমি কিংবা আপনি । অথচ যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবার দায়িত্ব গ্রহন করেছিল তারা কিন্তু এই তীব্র বিদ্যুৎ সংকটের সময়ও ২৪ ঘন্টা এসির বাতাসে তাদের ঘামহীন শরীর ঠান্ডা করাতে ব্যস্ত । তারা কিন্তু আপনার আমার মতো পাবলিক বাসে চলাচল করে না , তাদের ছেলে মেয়েরা কিন্তু আমার আপনার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে না ।
এখন আপনি বলেন হরতাল করলে তাদের কি হবে , তারা চলাচল করবে ভিআইপি প্রটেকশন নিয়ে সামনে থাকবে পুলিশের স্কট , বিদ্যুৎ কেন্দ্র ভাংচোর করলে আমাদেরই লোডশেডিং বাড়বে , কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হলে আমাদের পড়ালেখার ক্ষতিই হবে ।কিন্তু ওদের টনকও লড়বে না অধিকন্তু এটাকে তারা রাজনীতিক ইস্যু বানিয়ে বিরোধীদলকে আরও গর্তে ফেলবে ।
আসলে আমার মনে হ্য় হরতাল কাপুরুষের কাজ । কারণ সরাসরি প্রতিবাদ না করে সরকারের দোষ আপনি জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন , ভাঙছেন জনগণের গাড়ি একজন গরীব রিক্সাচালকের রিক্সা ।
কেন আপনি কি পারেন না সরকারকে সরাসরি প্রতিবাদ করতে ?
আপনি কি পারেন না সরাস্ট্রমন্ত্রীর অফিস ঘেরাও করতে ?
আপনি কি পারেন না মন্ত্রীদের বাড়ীতে বিদ্যুতের লাইন কেটে দিতে ?
এসব করলে তো আবার নিজের জীবনের উপর হুমকি চলে আসবে তাই না? যদি আপনি নিজের গা বাচিয়ে চলবেন তাহলে কেন সাধারণ জনগণের জন্য দূর্ভোগ ঢেকে আনতে চাচ্ছেন ???