একটা কথা আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত । তাই আমাদের ইতিহাস থেকে জানতে হবে কেন আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম ? কি ভুল ছিল পাকিস্তানিদের ?আমরা সেই ভুল আবার না করি যাতে আমাদের এই বাংলাদেশ যেন আবার বিভক্ত না হয়ে যায় ।
আমাদের জানা উচিত কেন এই দেশে কোনো এক সরকারকে কেন স্বৈরাচারী সরকার হিসাবে পরিচিত হতে হয়েছিল আর কি হয়েছিল তার পরিণতি । যাতে সেই ভুল আমরা আবার না করি ।
আমাদের জানা উচিত কেন এই দেশে বার বার সামরিক সরকার আসে , তারা কি নিজ থেকে ক্ষ্মতায় আসে নাকি আমরাই তাদেরকে ক্ষ্মতায় আসার জন্য সুযোগ করে দেই ? আমাদের সেই কারণগুলো জানা উচিত & যাতে ভবিষ্যতে আর যাতে না আসে সেই ভাবে কাজ করা উচিত ।
কিন্ত মানুষ আসলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না , তাই যদি হত তাহলে কেন আমরা এতো কিছু থাকতে শুধু কে জাতির জনক আর কে স্বাধীনতার ঘোষক এই নিয়ে কেন আমরা চার দশক ধরে যুদ্ধ করে যাচ্ছি । কি লাভ আমাদের এই ইতিহাস জেনে ???? এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করবো ???