ইতিহাসের পূণরাবৃত্তি হয় বার বার কিন্তু তারপরও মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না । এইটাই বাস্তব সত্য ।১/১১ এর পরে গত ২ বছরের অলিখিত সেনাশাসনে থেকে আমাদের রাজনীতিবিদরা প্রতিজ্ঞা করেছিল যে তারা আর ভূল করবেন না, রাজনীতিতে গুণগত পরিবর্তন করবেন । সারা বাংলার মানুষের ও একই আকাঙ্খা ছিল । কিন্তু কি হচ্ছে বাস্তবে ??
আমাদের রাজনীতিবিদরা কি পরিবর্তন করেছেন ??
পরিবর্তন অবশ্য করেছেন কিছু , তা হলো আগে রাস্তায় মারামারি হইত , এখন হয় সংসদে । এটা অবশ্য ভালো , কারন ক্ষমতার জন্য মারামারি করলে তারা নিজেরাই করুক , অন্ত:ত এতে আমাদের সাধারণ জনগণকে আর রাস্তায় প্রাণ দিতে হবে না ঐ সকল অসৎ দূর্ণিতিবাজ মিথ্যুক রাজনীতিবিদদের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য ।
তাই আপনারা ইচ্ছামত সংসদে মারামারি কাটাকাটি করতে থাকেন আর সেনাবাহিনীও তাদের প্রস্তুতি নিতে থাকুক ।