ব্লগার থাবা-বাবাকে নিয়ে আমি এই মুহূর্তে নতুন কোন মন্তব্য করতে চাই না , কারন সে এখন মৃত । আর আমার ধর্ম মতে মৃত ব্যাক্তির নামে খারাপ মন্তব্য করা ঠিক না।
সে যে একটা ঘোরতর নাস্তিক ( এন্টি ইস্লামিস্ট বললে আর স্পষ্ট হয় কারন দুটো এক ব্যাপার না) তা অনেকেই নতুন করে জানছেন এখন । কিন্তু সেটা এতদিনে এইপ্রসঙ্গে কেন উঠে আসছে ??? আর সেটার সাথে এই আন্দোলনের-ই বা সম্পর্ক কি ????
কথা হল - তাকে নাস্তিকতার জন্য মারা হয় নি , মারা হয়েছে আন্দোলনকারীদের একজন হওয়ার জন্য । আর নাস্তিক হলেই যে এভাবে নৃশংস ভাবে হত্যা করতে হবে এটা ইসলামে তো নেই-ই অন্য কোন ধর্মেও নেই বলেই জানি ।
মুল ব্যাপার থেকে সরে না এসে রাজাকারগুলোর ফাসির দাবি আরও জোরালো হউক ,থাবা- হত্যাকারীদের কঠিন বিচার হউক । আর নাস্তিকেরাও তাদের প্রাপ্য ঠিক বুঝে নিক পরকালে - এটাই কাম্য ।
তবে একটা কথা স্বীকার করতেই হয় - এই জাশি হায়েনা গুলো নিজেদের মানবিকতাকে বুদ্ধিতে কনভার্ট করেছে নিয়েছে । আর এই অতিরিক্ত বুদ্ধি দিয়ে এরা বেছে বেছে এমন একজনকে হত্যা করেছে -আন্দোলন ভুলে গিয়ে যাকে নিয়ে জনগণ টানাহ্যাঁচড়া শুরু করবে , নিজেদের মধ্যে দন্দ শুরু করবে ।