শাহবাগ , আমার বাসার খুব কাছাকাছি না হলেও মোটামুটি কাছে হওয়ায় একটু পর পর আমি শুনতে পাচ্ছি - পুলিশের গাড়ির সাইরেনের শব্দ । গতকাল রাত হতে সারাদিন ধরে চলতে থাকা প্রতিবাদী গান , স্লোগান , মশাল মিছিলের আহ্বান - এসব সরাসরি কর্ণকুহরে না পৌঁছালেও হৃদয়ের মাঝে পৌঁছে গিয়েছে তখন থেকেই । শুনছি আর একটু পর পর মনে আশা নিয়ে ভাবছি - ইতিহাস তাহলে কি হয়েই যাচ্ছে ?
সর্বস্তরের মানুষ এখানে জমায়েত হচ্ছে এখন শাহবাগ স্কয়ারে - এটা এখন আর কারও কাছে অজানা নয় । এমনকি যারা পড়ছেন তাদেরও হয়ত অনেকেই গিয়ে থাকবেন সেখানে ।
এই অভূতপূর্ব আন্দোলনের শুরুটা ভালই হয়েছে , শুধু তাই নয় চলবেও আশা করি ।
তবে আজ দুপুরের পর ক্ষমতাসীনদের কারও কারও কথাবার্তা কেমন যেন সন্দেহজনক মনে হয় । এবং এ অবস্থাকে তাদের সাঙ্গপাঙ্গদের দলীয়করনের প্রচেষ্টায় সক্রিয়তা দেখে সেই পুরোনো দীর্ঘ নিঃশ্বাসখানা আরেকবার ফেলার উপক্রম হয়েছে । আচ্ছা , সব কিছুতেই কি তোদের নোংরা নাক না গলালেই না? আমার অল্প স্বল্প জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুলোচ্ছে তাতে মনে হচ্ছে এই আন্দোলন শেষ পর্যন্ত কত টুকু নির্দলীয় থাকবে - এখন সেটাই প্রশ্ন ।
শেষ কথা : আমরা বাঙ্গালিরা আসলে বোকার রাজ্যে বাস করি । এরা আমাদের বোকা বানায় আর আমরা বোকা হই বা কখনও কখনও হতে বাধ্য হই । তবুও বলছি - আমি আশাবাদীদের দলে । এবার আর বোকা হতে চাই না ।