
কিভাবে বুঝবেন আপনার ভালবাসার মানুষটি ঠিক ততোটা বিশ্বাসযোগ্য নয়?
আমাদের অনেকেই কিছু না বুঝে শুনে সম্পর্কে জড়িয়ে পড়ি, পরিনামে দুঃখ,কষ্ট, মানসিক অশান্তি অনেক কিছুই ভোগ করতে হয়। শুধু আপনার একটু অসাবধনতার জন্য। ভালবাসা দোষের কিছু নয়, তবে ভুল মানুষকে ভালবাসা আপনার জীবনকেই জাহান্নাম প্রর্যন্ত নিয়ে যেতে পারে।। নিম্নে কারণ গুলি উল্লেখ করা হলঃ-
>১। যখন সে সবার কাছে আপনাকে লুকাতে চাইবে।
পরিবারে না হয় সমস্যা কিন্তু বন্ধু বান্ধব?
>২। শারিরীক সম্পর্ক স্থাপনের জন্য জোর করবে। এ
নিয়ে প্রায়ই ঝগড়া করবে।
>৩। বিনা কারনে মোবাইল বন্ধ রাখবে ও নানান অজুহাত
তৈরী করবে।
>৪। প্রায় প্রতিদিন ই অনেক সময় ধরে মোবাইল এ
কথা বলবে, বিশেষত রাতের বেলা।
>৫। দেখা করতে চাইলে নানা কারন দেখিয়ে এড়িয়ে যাবে।
>৬। আপনাকে ব্যস্ততা দেখিয়ে সময় কম দিবে।
>৭। আপনার কাজের ব্যাপারে ততোটা আগ্রহী থাকবেনা।
>৮। আপনার ব্যক্তিত্বে আঘাত করে কথা বলবে।
>৯। বিনা কারনে আপনাকে অন্যদের সাথে তুলনা করবে।
>১০। তবে কি তুমি আমাকে ভালবাসনা এ জাতীয় আবেগীয়
কথা বলে ব্লাকমেইল করবে।
>১১। মেয়েরা দামী উপহার ও ছেলেরা টাকা ধার
চাইতে পারে।
>১২। আমাদের সম্পর্ক কেউ মেনে নেবেনা চলো পালিয়ে বিয়ে করি। এরকম কথা বলে প্রলোভন দেখাবে,
>১৩। সঠিক ঠিকানা দিতে নানা অজুহাত তৈরী করবে।
>১৪। আপনার কোন ধরনের সমস্যায় আপনার
পাশে দাড়াবে না।
>১৫ আপনাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চাইবে, তারপর কি করবে তাতো বুঝতেই পারছেন?
এরকম মানুষদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।। ভাল থাকুন,
ভালোবাসার ১২টি পূর্বশর্ত...
ভালবাসা যদিও কোন শর্তের উপর ভিত্তি করে হয় না, তবুও বর্তমানে ভালবাসা করার ক্ষেত্রে কিছু বিষয় পরিস্কার না হলে অনেক সময় রিলেশনে অনেক সমস্যা দেখা দেয়। নিম্নে কিছু শর্ত উল্লেখ করা হলঃ-
১) মোবাইল এ ব্যালেন্স দিতে পারবো না।

২) সবগুলো সিম এর নাম্বার দিতে পারবো না।

৩) আমার ফেসবুক,ইয়াহু আইডির পাসওয়ার্ড দিবো না,কিন্তু তার পাসওয়ার্ড আমার কাছেই থাকবে।

৪) জন্মদিন,valentines day তে কোন দামি গিফট দিতে পারবো না।

৫)কল ব্যাক করমু এই আশায় আমাকে মিসকল দিবে না।

৬) ছোট পোলাপাইনের মত চকলেট,আইচক্রিম নিয়ে আদিখ্যেতা দেখাবে না।

৭) তোর নিজের ভাই ছাড়া আর কোন ধরনের "ভাইয়া" not allowed.

৮)ওড়না দিয়া গলা না ঢাইকা বুক ঢাকবি।

৯)মুখে কোন ধরনের আটা,ময়দা, সুজি বা রঙ মাইখা সং সাজতে পারবে না।

১০)অমুকের বয় ফ্রেন্ড অমুকরে তমুক দিছে এগুলা প্যান প্যান করতে পারবে না...

১১) টাকা পয়সা ধার দিতে পারবো না। :-&
১২) গন গন ডেটিং এর নামে ফাস্টফুড খাওয়াইতে পারবো না। :!>
এই শর্তে যদি রাজি থাকে তাইলে রিলেশন কন্টিনিউ করতে পারেন,


পূর্বে ফেসবুকে প্রকাশিত, ।।