
চলছে বাংলাদেশVs ভারত সাইবার যুদ্ধ টানটান উত্তেজনায় হ্যাকাররা আর কি কি হ্যাক করেছে আসুন জেনে নেই!!
বাসর রাতে এরশাদ কাগুর বউ হ্যাকঃ- বাসর রাতেই হ্যাক হলেন এরশাদ কাগুর নববধূ,



আবুল মালের লুঙ্গি হ্যাকঃ- রাতে আবুল মাল তার দোয়েল ল্যাপটপে কি করে শেয়ার মার্কেট আর ডাউন করা যায় তা নিয়ে একটি প্রজেক্ট তৈরি করছিলেন।
তখনি তার লুঙ্গি ভিজে যায় বলে জানান তিনি,

যোগাযোগ মন্ত্রী আবুলের বদনা হ্যাকঃ- যোগাযোগ মন্ত্রী আবুল টয়লেটে থাকা অবস্থায় তার বদনা হ্যাক হয়েছে বলে জানা যায়। আর জানা যায় এর জন্য আবুলকে দীর্ঘ ১২ ঘণ্টা আটকে থাকতে হয় টয়লেটে। পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে এটি হয়েছে বলে তিনি জানান।

যৌথভাবে খালেদা সাহারার মেকাব বক্স হ্যাকঃ- একি সাথে খালেদা জিয়া ও সাহারা খাতুনের মেকাব বক্স হ্যাক হয়েছে বলে জানা গেছে,

খালেদা জিয়া এর জন্য সরকারী দলকে দায়ী করছেন। সাহারা খাতুন বলেছেন দোষী হ্যাকারদের আগামী ৪৮ ঘণ্টার ভেতর ধরা হবে বলে ঘোষণা দেন।

হ্যাকাররা একটি মেসেজ দিয়েছেন তাদের
"আর ভয় দেখাবেন না"


সাকিব খানের লিপস্টিক হ্যাকঃ- এফ ডি সিতে সুটিং করার সময় ছাঁকিব খান ঠোটে লিপস্টিক লাগাতে গিয়ে দেখতে পান তার লিপস্টিক হ্যাক হয়েছে, :> তিনি নতুন লিপিস্টিক আসা না পর্যন্ত শুটিং করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

ইভা রহমানের এলবাম হ্যাকঃ- সুরেলা কণ্ঠি শিল্পী ইভা রহমানের আপ কামিং এলবাম ফাটা বাঁশ হ্যাক হয়েছে। গোপন সূত্রে জানা যায় হ্যাকাররা ইভা রহমানের অরিজিনাল ভয়েজ রেকর্ড সিডিতে রাইট করে দেন। যা শুনে পরপর দুইবার অজ্ঞান হয়েছেন তিনি

Rj নীরবের মোবাইল হ্যাকঃ- গভীর রাত পর্যন্ত কথা বলার সময় Rj নীরবের মোবাইল হ্যাক হয়েছে বলে জানা যায়, হ্যাকাররা মোবাইলটি হ্যাক করে একটি অডিও ক্লিপ সেট করে দেয়. যাতে বলা হয় "কুত্তার বাচ্চা ভাল হয়ে যা!"


ডেস্টিনি কর্মীদের টাই হ্যাকঃ- গঠনাটি আজ সকাল ১১টার সময় গটে বলে জানা গেছে বিশ্ব ভালুবাসা দিবস উপলক্ষে ডেস্টিনি নতুন প্যাকেজ ''এক বছরে ভালবাছা দশ গুণ''



ডেস্টিনি কর্তৃপক্ষ এটিকে সাম্প্রদায়িক আক্রমণ বলে দাবী করছেন।

দ্রুত তাদের টাই ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে ডাক দিবেন বলে হুশিয়ার করে দেন।

গোলাম আজমের গোয়া(পাছা) হ্যাক ১৮+ঃ- প্রিজন সেলে থাকা অবস্থায় গোলাম আজমের গোয়া হ্যাক হয়েছে বলে জানা যায়,

মুমূর্ষু অবস্থায় গোআজমকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে জামাতি ইসলামি থেকে তার উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানোর দাবী করা হচ্ছে।
সামু হ্যাকারদের স্লোগানঃ-
বীর ব্লগার কী-বোর্ড ধরো,
অসভ্য বেয়াদব শায়েস্তা করো।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৬