
ভালবাসার ক্ষেত্রে একটা প্রবলেম মোটামুটি সব জায়গায় দেখলাম
সেটা হল "আমি তাকে ভালবাসি কিন্তু সে আমাকে ভালবাসে না"





কাল একটা ফেসবুক পেজে দেখলামঃ-
এক ফ্রেন্ড খুব Sad হয়ে বসে আছে..
জিগাইলাম কিরে কি হইছে??
দেবদাসের মতো কইলো!!
একটা মেয়েকে ভালবাসে কিন্তু মেয়েটা ভালবাসে না

এখন সে কি করবে??:
... বিটলামি কইরা কইলাম...
তুই ভাল ভাসছ কারণ তুই সাঁতার জানছ

সে ভাসে না কারণ সে সাঁতার যানে না

হা হা ব্যাপারটা ফাইজলামি হলেও কিন্তু এটাই সত্য আর একটা কথা মেয়েদের নাই কিন্তু হ্যাঁ



বন্ধুর মেজাজ গরম করার কিছু Exclusive Tips!!
১. বন্ধু বাসায় আসলে সব চ্যানেল বাদ দিয়ে বিটিভি দেখান……
বিশেষ করে রাতআটটার খবর ।
২. বন্ধু বাথরুমে গেলে বাইরে থেকে যত্ন সহকারে
ছিটকানি লাগিয়ে দিন।
৩. বন্ধুকে urgent কোন জায়গায় আসতে বলে,
সেট অফ করে ঘুম দেন।
৪. ৫ টাকায় ৫০০ এস.এম.এস কিনে বন্ধুকে
অনবরত মেসেজ দিন।
প্রতিটি মেসেজে লিখবেন ”GADHA! GADHA! GADHA!”
৫. বন্ধুকে রাত তিনটার দিকে ফোন করে করে বলেন,
”দোস্ত, তাড়াতাড়ি কল দে!
কাহিনী হইসে”… … … বন্ধু কলব্যাক
করলে তাকে বলুন ”কাহিনী হইল, তুই
নাকিএখন ঘুমাইতেছিলি??”
৬.যদি আপনার বন্ধুর মেজাজ তীব্র গরম করতে চান
তাহলে তাকে ধরে সংসদ এর অধিবেশন দেখতে বসিয়ে দিন….
৭.বন্ধুর GF নিয়া আজাইরা বাতচিত করেন, দেখবেন একটা সময় আপনার বন্ধু মেজাজ গরম না কইরা থাকতে পারবো না।
৮.রেস্টুরেন্টে খাইতে বন্ধুরে ইনবাইট করেন, আদর যত্ন কইরা খাওয়ান, ও নিজেও খাইয়া লন! বিল দিবার সময় পকেট হাতড়াইয়া ও No মানি ব্যাগ আনতে ভুইলা গেছি, দোস্ত তুই বিলটা দিয়া দে, দেখেন আপনের বন্ধু কি বলে...
৯.বন্ধু সহ দুনিয়ার আকাম কু-কাম করেন, ধরা খাইলে সব দোষ তার গাড়ে চাপাইয়া দেন! I am sure সে আপনারে যদি হাতের কাছে পায় কি যে করবে?
১০.বন্ধুর সাথে রিকসায় কইরা কোথাও গেলে, রিকসা থাইকা প্রথমে নাইমেন না, বইসা থাকেন চুপ কইরা! প্রথমে যে নামবো তারেই ভাড়া দিতে অইবো।
১০. বন্ধুর কাছে টাকা ধার চান!
– সব শেষে একটা কথা, যতই বন্ধুর
মেজাজ
খারাপ বিগরিয়ে দেন না কেন, সব শেষে শুধু
বলবেন, দোস্ত কি খাবি??? দেখবেন সব ঠিক

Advance Happy Valentine day


সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:১২