• বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
•অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম দেশের একটি।
•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত(কক্সবাজার)
•বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল (সুন্দরবন) এখানে।
•বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনা সেতু) তো এদেশেই।
•জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য প্রেরন করা দেশ।
•রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম।
•প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দেশটি ২০৫০ সালে বিশ্বের অন্যতম ১০টি ক্ষমতাধর দেশের একটিতে পরিণত হতে যাচ্ছে।
•একমাত্র আমাদেরই রয়েছে নিজ ভাষা রক্ষার্থে প্রাণ দেওয়ার ইতিহাস, রয়েছে ৩০ লক্ষ
প্রানের বিনিময়ে কেনা স্বাধীনতার ইতিহাস।
• মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা)এ প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন একাধিক বাংলাদেশি।
• চায়নাতে আছেন এরোনোটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরই এক ভাই।
• ইংল্যান্ড আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে কৃতিত্বের সহিত অধ্যাপনা করছেন এই বাংলার ছেলেরা।
• এভারেস্ট জয় করার ক্ষমতা আমাদেরও আছে।
• কান চলচিত্রে আমাদের ছবি যায়।
এরকম অসংখ্য উদাহর আছে আমাদের গর্ব করার মত, তাহলে কিসের এত দুঃখ, কিসের এত হাহাকার??
আসুন বাংলাদেশে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি, আর চিৎকার দিয়ে বলি "আমার জীবন স্বার্থক হল জন্মেছি এই দেশ
(***তথ্যগুল ইন্টারনেট থেকে কপি করেছি)
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২