ভাবতে অবাক লাগে, যে দলের নেতৃত্বে আমার বাবা-চাচা যুদ্ধ করেছে, আমার ফুপু নিজের “ইজ্জত” দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দল আজ দেশের মানুষের সাথে বেঈমানি করে, মুক্তিযোদ্ধাদের সাথে বেঈমানি করে “রাজাকার”দের সাথে “আতাত” করেছে সুধু মাত্র “ভোটের” রাজনিতি করার জন্যে???
প্রমানিত হওয়া অপরাধের মধ্যে আছে,
"কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা,
পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪জনকে হত্যা,
আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা,
বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত
জনকে হত্যা,
কেরাণীগঞ্জের শহীদনগর
গ্রামের ভাওয়াল খান বাড়ি ও
ঘাটারচরসহ পাশের আরো দু’টি গ্রামের
অসংখ্য লোককে হত্যার ঘটনা।''
-এত সব হত্যা প্রমানিত হওয়ার পরেও
তার হইল যাবজ্জীবন!!!
আমাকে একটি “অস্ত্র”দাও, আমি নিজ হাতে ওদের হত্যা করব। শহীদের রক্ত বৃথা যেতে দিব না,
যদি “অস্ত্র”দিতে না পারো, তাহলে একটু পেট্রল দাও। নিজ গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেই। অন্তরের জ্বালার থেকে গায়ের জ্বালা আমি সইতে পারব। আমি আত্যহত্যা করব।