প্রমানিত হওয়া অপরাধের মধ্যে আছে,
"কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা,
পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪জনকে হত্যা,
আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা,
বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত
জনকে হত্যা,
কেরাণীগঞ্জের শহীদনগর
গ্রামের ভাওয়াল খান বাড়ি ও
ঘাটারচরসহ পাশের আরো দু’টি গ্রামের
অসংখ্য লোককে হত্যার ঘটনা।''
-এত সব হত্যা প্রমানিত হওয়ার পরেও
তার হইল যাবজ্জীবন!!!
যে সরকার রাজনৈতিক ফায়দা লুটার জন্যে "রাজাকারদের" সাথে লিয়াজো করে, ধর্ষন ও খুনের সঠিক বিচার না করে, ৩০ লক্ষ শহীদ ও বীরাঙ্গনাদের সাথে বেইমানি করে, জনগনের সাথে বেঈমানি' করে সেই দল/বা সরকার প্রধানের মুখে থু থু দেই। তাকেও আজ থেকে "নব্য রাজাকার" খেতাপে ভূষিত করি।