

চিটাগং এর ব্লগার’রাএকজোট হইছে, আবার সিলেটের ব্লগার’রাও একজোট, সাথে ব্রাজিল থুক্কু বরিশালের ব্লগার গন পার্টি দিব, আরো দেখলাম লন্ডন প্রবাসিরাও এক হবে!!!!
তাইলে আমরা কি করুম?? বইয়া বইয়া ভেরেণ্ডা ভাজুম?? হ্যা???

আমরা হইলাম রাজধানিবাসী, আমগো একটা মান-ইজ্জত আছে না?? কি কন আপনারা??
চলেন ঢাকার ব্লগার’রা এক হই, সবাইরে দেখাইয়া দেই আমরা সবার থেকে বেশি আনন্দ করছি, মৌজ মাস্তি করছি। আমরা ঢাকার পোলা/মাইয়া সবার উপরে থাকুম।
আমার সাথে কে কে আছেন সবাই “পা” থুক্কু হাত তোলেন।
আসেন প্লান করি,
আমি বিস্তত সুত্রে খবর পাইলাম যে আমাদের উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন না বলে কনফার্ম করছে, বলিউডের ক্যাটরিনা কাইফ, কিং খান শাহরুখ খান, আমাদের অনন্ত জলিল, আম্রারিকার হিলারি ক্লিনটন, এমন কি ভারতের মিস প্রতিল পাতিল। তাতে কি?? আমাদের ব্লগারদের কি প্রতিভা কম আছে????


তবে কথা থাকে যে,
**স্ব-রচিত কবিতা আবৃতি করতে হবে, কোনো ভাবেই কবি গুরু রবিন্দ্রনাথের কবিতা বাঁ "ব্লগার আবু সালেহর" কবিতা নিজের বলে চালিয়ে দেয়া যাবে না।

** নিজের লেখা ছোট গল্প বলা যাবে কিন্তু দির্ঘ উপন্যাস বাঁ ব্লগার "অপু তানভিরের" গল্প নিজের বলে চালিয়ে দেয়ার চেস্টা করবেন না, তাইলে কিন্তু ধরা খাইবেন।

**গান গাইতে পারেন, সেটা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে, কোনো ভাবেই হিব্রু/ফার্সি বা মঙ্গল গ্রহের ভাষা হতে পারবে না। (আপনার পায়ে পড়ি উচ্চাং সঙ্গীত বা ইভা রহমানের গান গাইয়েন না,এইটা শুনিলে আমার ঘুম আসে) :-<


** যে যেমনে পারেন নাচবেন, এই খানে কোনো নিষধ নাই। (তবে অতি মাত্রায় মোটা ব্যাক্তিরা নাচা-নাচি করে স্টেজ ভেঙ্গে পড়লে আমার দোষ নাই)


** ভেবেছিলাম এই দিনে ঘুড়ি উড়ানর উৎসব করুম, কিন্তু আমি ঘুড়ি উড়াতে পারিনা, এই ব্যাপারে "ঘুড়ড়ির পাইলট সাহেবের" হস্তক্ষেপ কামনা করছি।
**ভেবেছিলা একটি ক্যাচাল লাগামু থুক্কু ডেবেটিং/বিতর্ক প্রতিযোগিতা আয়জোন করুম কিন্তু। কিন্তু ইহা তো দেশের রাজনৈতিক ব্যাক্তিরাই করতাছে, সেই খানে আমরা ফ্লপ খামু। তাই বাদ দিলাম।
**আরো একটা কাজ করা যায়, ছোট বেলার স্কুলে “যেমন খুশি তেমন সাজ” এর মত আমরা নানান রঙ্গে, নানান ঢঙে সাজতে পারি।


______
বিশেষ সতর্কতাঃ যে সকল ব্লগার বৌ-বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই সাথে “আনমেরিড শালি” নিয়ে আসবেন। না হলে আপনার বউ’ই কিন্তু ঝামেলায় পড়বে। কারন ভাবীর কাছে যে কেউ উল্টা-পাল্টা দাবি করতেই পারে। (কথায় আছে “ভাবীর কাছে আছে দাবি”) তাই বেশি বেশি করে “আনমেরিড শালি” এনে আমাদের উৎসব প্রানবন্ত করুন।


আর যে সকল আপু’রা “হাজবেন্ড” নিয়ে আসবেন তারা খেয়াল করে “দুলাভাইর”মানিব্যাগ পরিপুর্ন করে আনবেন প্লিজ। কারন “দুলাভাইর কাছে” আমাদের আবদার থাকবেই।


আরে মিয়া!! সব কিছু কি আমিই কমু?? আপনারা ঢাকার পোলাপাইন কিছু কন
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩২