সে অনেকদিন আগের কথা।মনা নামে একটা শান্তশিষ্ট ছেলে ছিল।সে ছিল খুব নিষ্টাবান হিন্দু।তার খু্ব খাতির ছিল শরিফুর নামে এক মুসলমান ছেলের সাথে।ধীরে ধীরে দুজনের মাঝে গভীর বন্ধুত্ব গড়ে উঠল।একদিন মনা বলল দোস্ত চল তোমাকে আমার বাসায় নিয়ে যায় আজকে কালী পুজা হবে।বাসায় ছোটখাট পার্টি দিব।শরিফুর মনার বাসায় যেতেই গেট খুলল মনার ছোট বোন মিতা।শরিফুর মিতাকে দেখে পাগলপ্রায়। এত সুন্দর মেয়ে হয় কিভাবে মিতার দিকে তাকিয়ে তাই ভাবতে লাগল সে।শরিফুরও হ্যান্ডসাম।মিতাও লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে লাগল।চারচোখের মিলন হল।মনা তার ছোট বোনকে খুব ভালবাসত সে ছিল তার দুইচোখের মণি।তো মিতার প্রেমে পাগলপ্রায় শরিফুর নানা অজুহাতে মনাদের বাসায় আসতে লাগল। বেশীদিন লাগল না শরিফুর ও মিতার মাঝে শক্ত প্রেম হয়ে গেল।মনা এটা খেয়াল করতেই শরিফুরকে বাধা দিতে লাগল।কিন্তু প্রেম কি বাধা মানে? একদিন তারা পালিয়ে গেল তারপর মিতা ধর্মান্তরিত হয়ে শরিফুরকে বিযে করল। এ খবর শুনে শোকে মৃত্যপ্রায় হয়ে গেল মনা।সে এর প্রতিশোধ নেওয়ার বহু চেষ্টা করল কিন্তু কিছুতেই কিছু হল না।হঠাৎ মনার মাথায় এক বুদ্ধি এল সে নাস্তিক সেজে শরিফুর নাম নিয়ে ব্লগ নামে একধরনের গা চুলকানিমূলক সাইট গুলোর মেম্বার হল। এবং ওখানে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে নানা উল্টাপাল্টা কথা বলতে লাগল।আল্লাহ,নবীকে গালিগালাজ শুরু করল। এতে করে সাধারণ ধর্মপ্রাণ ব্লগার যারা তারা শরিফুরকে গালি দিতে লাগল।এতে করে মনা বিশাল মজা পেতে লাগল। কারন সে ইসলাম ধর্মের উপর নিজে প্রতিশোধ নিতে লাগল আর তার বোনকে যে ছিনিয়ে নিল সেই শরিফুরকেও শত শত মানুষের দ্বারা প্রতিদিন গালি শুনাতে পারল।মনা এভাবে যুগ যুগ ধরে মজাও পেতে লাগল এবং প্রতিশোধও নিতে লাগল।
দ্রষ্টব্য- লেখাটি নিছক গল্পমাত্র।বাস্তব বা অবাস্তব কোনোকিছুর সাথেই এ গল্পের কোনো সংযোগ খোজার চেষ্টা করবেন না।