দেশের সুন্দরীদের এমন কেন হল?
প্রেমিক জোটালেই বলে “চাইনিজে চল”
যে বেশী খরচ করে সেই পায় আদর,

ওদের কাছে ভালবাসার নাই কোন কদর।
বুকের উপর থেকে আগেই ওড়না হয়েছে দূর,
এর সাথে ওর সাথে যখন তখন ঘুর ঘুর।
বলে “এইটা আমার প্রেমিক আর ঐটা বয় ফ্রেন্ড”
দুই তিনটা প্রেম করা নাকি এ যুগেরই ট্রেন্ড।

নাভী না দেখালে নাকি হয়না পড়া শাড়ী,
ছেলেদের সাথে তাল মিলিয়ে ফুঁকছে তারা বিড়ি।
ফেইসবুকেতে ছবি তোলে কি সেক্সী ভঙ্গী,

এমএসএন ইয়াহুতেও খোঁজে তারা নিত্যনতুন সঙ্গী।
বাবা-মা’রাই বা কেমন রাখে না মেয়ের খোঁজ,
কার সাথে মেয়ে মোবাইল ফোনে কথা বলছে রোজ?
কে যে কখন পড়ছে গোপন ক্যামেরার ফাঁদে,

ইন্টারনেটে ছেড়ে দেয় ছেলের মুখটা বাদে।
ফ্রী মিক্সিং এর ঠেলায় কে যে কি করছে!
অনেকে আবার গলায় রশি দিয়ে মরছে।
