আমার ব্যথা যদি আমার কাছেই থাকে তবে দোষ কি
প্রতিনিয়তই বুড়িগঙ্গা তো বুকে বয়ে নিয়ে যায়
কালো কালো শহরের যত যতনা গ্লানি
বিশাল আকাশটার দিকে তাকিয়ে নিজে তখন কণা বালি
নীল দিগন্তের উড়ে যাওয়া কোন পাখি
হারিয়ে যায় শত বছরের কোন স্মৃতি
অকপটে ভেসে আসে কোন তুলির ছবি
কিছু নেই শুধু সাদা কাশফুল আর না দেখা স্বচ্ছ পানি
শূন্যতা যত আমাকে রাখে গিয়ে আমি যেন একটা কি
জানি না তাই হতাশা আমাকে কুড়েঁ কুড়েঁ খায়
অল্পতে যার শিরঃপীড়া হয় কে দেখাবে স্বপ্ন তাকে
একটা ধ্বংসের ছবি কেন বার বার সামনে আসে
সত্যি কি .